পাকিস্তান সিরিজেও দর্শক সাইফউদ্দিন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিন

বিশ্বকাপ স্বপ্ন শেষ মোহাম্মদ সাইফউদ্দিনের। পিঠের চোট নিয়ে বৈশ্বিক এ ক্রিকেট আসরে দর্শক হয়ে গেছেন সাইফউদ্দিন। ফিরে এসেছেন দেশে। আছেন এখন বিশ্রামে।

শুধু বিশ্বকাপই নয়। সামনের সিরিজেও খেলতে পারবেন না তরুণ এ ক্রিকেটার। ইনজুরি জ্বালিয়ে মারায় আসন্ন পাকিস্তান সিরিজেও বসেই কাটাতে হবে তারকা পেসারকে।

বিজ্ঞাপন

সাইফউদ্দিনের চোট নিয়ে বিসিবি’র চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘সাইফুদ্দিনের স্ট্রেস ফ্র্যাকচার। ওর ইনজুরি পিঠে। এখন আপাতত এক মাসের বিশ্রামে থাকবে। একমাস পর স্ক্যান করে হাড়ের কি কন্ডিশন এটা দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

পাকিস্তান সিরিজে সাইফউদ্দিনের খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি মনজুর হোসেন, `পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবে কিনা এটা এখনই বলা মুশকিল। এটা আসলে নির্ভর করছে আমাদের প্রধান চিকিৎসক, ফিজিও বাইরে (বিশ্বকাপ) থেকে আসলে। ওনারা এসে দেখে নির্ধারণ করবেন যে পাকিস্তান সিরিজে সাইফউদ্দিনকে পাওয়া যাবে নাকি যাবে না।’

আগামী ১৯ নভেম্বর টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে পাকিস্তান সিরিজ ম্যাচ। পরের দুটি ম্যাচ হবে ২০ ও ২২ নভেম্বর। এক মাস বিশ্রামে থাকার কারণে স্বাভাবিকভাবেই এই সিরিজে খেলতে পারবেন না অলরাউন্ডার সাইফউদ্দিন।