চোট নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে অনিশ্চিত সাকিব-সোহান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান

সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান

এমনিতেই মাঠের লড়াইয়ে পারফরম্যান্সটা ভালো হচ্ছে না। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে হেরে সেমি-ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। বাকি দুই ম্যাচে সান্ত্বনার জয় ছিনিয়ে নেয়াই এখন লক্ষ্য। 

কিন্তু শেষ দুই ম্যাচে জয় আসবে কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। কেননা ইনজুরির হানায় বাংলাদেশ দল যে এখন এলোমেলো। পিঠের চোট নিয়ে ইতিমধ্যে দেশে ফিরে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোট পেয়ে বসেছে সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানকেও।

বিজ্ঞাপন

২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। এ ম্যাচে সাকিব ও সোহান হয়ে গেছেন অনিশ্চিত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সাকিব। সাকিব এখন ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। আগামীকাল তার ব্যাপারে সিদ্ধান্ত আসবে। 

সোহান চোট পেয়েছেন ইংল্যান্ড ম্যাচের আগে। ইনজুরি নিয়েই গ্লাভস হাতে সোহান মাঠে নামেন সে ম্যাচ। পরে তো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে খেলেননি। চোট এখনো ভালো হয়নি। এজন্য তাকে তিনদিনের বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকা ম্যাচে তিনিও হয়ে আছেন অনিশ্চিত।