প্রোটিয়াদের বিপক্ষে জয়ে চোখ টাইগারদের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাসেল ডমিঙ্গো

রাসেল ডমিঙ্গো

শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপে সেমি-ফাইনাল স্বপ্ন শেষ হওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের আরও দুটি ম্যাচ বাকি। প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জয়ের খাতা খুলতে টাইগাররা।

সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো জানালেন সেই লক্ষ্যের কথা, ‘দেখুন, আমরা তো সব ম্যাচই জিততে চাই, জানি যে জয়ের তাড়নাটা অনেক সেই সঙ্গে হারলে হাতাশাটাও অনেক। আমাদের ফোকাসটা হল ওই ব্যাপারটায়, যে পথে এগিয়ে আমরা জয়টা পেতে পারি। আমরা সবাই জেতার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

ডমিঙ্গো জানালেন জয় পেতে হলে আগের ম্যাচের সব ভুল শোধরে নিতে হবে, ‘যখন শুধু জয় নিয়েই ভাবি তখন কি করা লাগবে তা অনেক সময় গুলিয়ে যায়। আমাদের ওই ব্যাপারটা হচ্ছে। আমাদের স্কিল ও প্রসেসের উপর নজর দিতে হবে। কালকের (মঙ্গলবার) ম্যাচে সেই কাজটা করলে হয়ত ফল আমাদের দিকে আসবে।’

বাংলাদেশ দলে মাঠের লড়াইয়ের জন্য ফিট ক্রিকেটার রয়েছেন ১৩ জন ক্রিকেটার। এই দল নিয়ে কোনো সমস্যা দেখছেন না রাসেল ডমিঙ্গোর। বাংলাদেশ দলের হেড কোচ জানিয়ে দিলেন, তার দলে কোন কিছুরই কমতি নেই।

দলের ক্রিকেটার ঘাটতি নিয়ে ডমিঙ্গো বলেন, ‘দেখুন, আমরা বিশ্বকাপে দলের সঙ্গে বাড়তি দুজন ব্যাটসম্যান, বাড়তি দুজন পেসার, বাড়তি একজন অফ স্পিনার ও দুজন উইকেটকিপার নিয়ে এসেছি। আমি এখনও মনে করছি শেষ দুই ম্যাচের জন্য প্রয়োজনীয় খেলোয়াড় আছে আমাদের।’

ক্রিকেটারদের স্কিল ও প্রসেসের ওপর নজর দিতে বললেন ডমিঙ্গো, ‘যখন শুধু জয় নিয়েই ভাবি তখন কি করা লাগবে তা অনেক সময় গুলিয়ে যায়। আমাদের ওই ব্যাপারটা হচ্ছে। আমাদের স্কিল ও প্রসেসের উপর নজর দিতে হবে। কালকের (মঙ্গলবার) ম্যাচে সেই কাজটা করলে হয়ত ফল আমাদের দিকে আসবে।’