শূন্য রানে ফিরলেন মুশফিক, চাপে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ নাঈম শেখ

মোহাম্মদ নাঈম শেখ

বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে জোড়া হেনেছেন ক্যাগিসো রাবাদা। টানা দুই বলে বিদায় করে দিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ (৯) ও সৌম্য সরকারকে (০) । শূন্য রানে মুশফিকুর রহিমকেও বিদায় করেছেন রাবাদা।

অথচ টস হেরে ব্যাটিংয়ে দুরন্ত শুরু করেছিল টাইগাররা। রাবাদার বোলিং তোপে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বিজ্ঞাপন

তিন উইকেট হারিয়ে চাপে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এখন ৩ উইকেটে ২৮ রান। উইকেটে ব্যাটিং করে যাচ্ছেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ।

টস ভাগ্য সহায় হয়নি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদদের। টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টেম্বা বাভুমা। তাই তো প্রথমে ব্যাট হাতে মাঠে নেমেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

টাইগারদের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে থাকা সাকিব আল হাসানের জায়গায় দলে ঢুকেছেন শামীম হোসেন পাটোয়ারী। এ ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে তরুণ এ ক্রিকেটারের। মুস্তাফিজুর রহমানের বদলে একাদশে রয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

এই প্রথম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টির এ বৈশ্বিক আসরে লাল-সবুজের প্রতিনিধিদের সবগুলো ম্যাচেই খেলেন সাকিব।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ফন ডার ডাসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিচ নরকিয়া ও তাবরাইজ শামসি।