নামিবিয়ার ড্রেসিং রুমে পাকিস্তানের ক্রিকেটাররা
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে নামিবিয়া। রূপকথার গল্প লিখে দলটি উঠেছে সুপার টুয়েলভে। শুধু তাই নয়, স্কটল্যান্ডকেও হারিয়েছে তারা।
দুরন্ত পারফরম্যান্সে আগামী বিশ্বকাপের টিকিটও পেয়ে গেছে তারা। প্রতি ম্যাচে লড়াকু মানসিকতা দেখিয়ে ক্রিকেট অনুরাগীদের মন কেড়ে নিয়েছে নামিবিয়ার ক্রিকেটাররা।
মঙ্গলবার পাকিস্তানের কাছে ৪৫ রানে হারলেও দারুণ লড়াই করেছে নামিবিয়া। ব্যাট হাতে দেখিয়েছে ইস্পাত কঠিন দৃঢ়তা। তাদের খেলা মুগ্ধ করেছে প্রতিপক্ষ পাকিস্তান দলকেও।
তাই ম্যাচ শেষে দারুণ একটি কাজ করেছে টিম পাকিস্তান। নামিবিয়ার ক্রিকেটারদের অভিনন্দন জানাতে তাদের ড্রেসিং রুমে হাজির হয়েছিল দেশটির খেলোয়াড়রা।
দুদেশের ক্রিকেটারদের সৌজন্য সাক্ষাতের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করতেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভিডিও ক্যাপশনে পিসিবি লিখে দেয়, ‘পাকিস্তান দল নামিবিয়ার ড্রেসিং রুমে হাজির হয়েছিল। তাদের এই বিশ্বকাপ যাত্রার জন্য অভিনন্দন জানিয়েছে টিম পাকিস্তান।’
ভিডিওতে দেখা যায় নামিবিয়ার ক্রিকেটারদের সাফল্য ও প্রতিভিায় মুগ্ধ হয়ে পিসিবির এক কর্মকর্তাসহ মোহাম্মদ হাফিজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও ইমাদ ওয়াসিমরা দলটির ড্রেসিংরুমে যান।
পাকিস্তান দলের এই কাজ মনে ধরেছে ক্রিকেট অনুরাগীদের। তাই তো টিম পাকিস্তান এখন ক্রীড়া প্রেমীদের প্রশংসার জোয়ারে ভেসে চলেছে।