টাইগারদের রুম কোয়ারেন্টিন বেড়েছে আরও তিন দিন
বিজয় দিবসে বেশ কয়েকজন ক্রিকেটার রুম কোয়ারেন্টিনের বন্দীদশা থেকে মুক্তি পেয়েছিলেন। জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গেয়ে উদযাপন করেছিলেন বিশেষ দিনটি। তবে বৃষ্টি থাকায় হয়নি অনুশীলন। তাদের উঠার কথা ছিল টিম হোটেলে।
কিন্তু করোনা টেস্টে নেগেটিভ হয়ে নীল ব্যান্ড পেয়েও টিম হোটেলে উঠতে পারেননি তারা। আরও তিন দিন রুম কোয়ারেন্টিনে বন্দী থাকতে হবে। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সবাইকে ফের হলুদ ব্যান্ড পরতে হয়েছে।
স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও করোনা পজিটিভ এক বিমানযাত্রীর সংস্পর্শে আসায় ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের সকল সদস্যের কোয়ারেন্টিন সীমা বেড়ে গেছে।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ দলের সবাইকেই আরও তিন দিন রুম কোয়ারেন্টিনে বন্দী থাকতে হবে। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলেও হেরাথের সঙ্গে একই ফ্লাইটে থাকায় হলুদ ব্যাচ পরতে হবে সবাইকেই। মাঠের অনুশীলন তো বন্ধ। জিমনেসিয়ামে যেতে পারবে না কেউ।