এবাদত ঝড়ে টাইগারদের সামনে জয়ের হাতছানি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এবাদত হোসেনের উইকেট উদযাপন

এবাদত হোসেনের উইকেট উদযাপন

উইল ইয়াংর ফিফটি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল টাইগারদের। তবে এবাদত হোসেন বল হাতে ঝড় তোলায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে উঁকি দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের অধরা জয়ের স্বপ্ন। কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়রহা তছানি এখন দেশের ক্রিকেটারদের সামনে। 

আগুনে বোলিংয়ে এবাদত একাই চার উইকেট শিকার করলে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। এতে কিউইরা লিড নিয়েছে মাত্র ১৭ রানের।

বিজ্ঞাপন

ইনিংসের শুরুতে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ছোবল মারেন তাসকিন আহমেদ। তারকা এ পেসার ফিরিয়ে দেন ওপেনার টম লাথামকে (১৪)। 

আগের ইনিংসে শতক হাঁকানো ডেভন কনওয়েকে সাজঘরের পথ দেখিয়ে দেন এবাদত হোসেন। ১৩ রান করে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে দেন ওয়ানডাউনে নামা কনওয়ে।

বিজ্ঞাপন

শুরুর ধাক্কা সামলে সফরকারীদর দুশ্চিন্তা বাড়িয়ে যাচ্ছিলেন উইল ইয়াং ও রস টেলর জুটি। ফিফটি হাঁকিয়ে শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইয়াং। ১৭২ বলে ৭ বাউন্ডারিতে ৬৯ রান করতেই তাকে বোল্ড করেন এবাদত। ইয়াংর বিদায়ে হাসি ফোটে অতিথিদের শিবিরে।

পথের কাঁটা হয়ে এখনো ক্রিজে টিকে আছেন রস টেলর। ১০১ বলে ২ বাউন্ডারিতে ৩৭* রানের ধৈর্যশীল এক ইনিংস খেলে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন বিদায়ী টেস্ট সিরিজ খেলা তারকা এ ক্রিকেটার।

বাংলাদেশের হয়ে ব্ল্যাক ক্যাপস শিবিরে একাই ধস নামিয়ে দেন এবাদত। শিকার করেন চার উইকেট। হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলকে ফেরান শূন্য রানে। একটি উইকেট যায় তাসকিন আহমেদের পকেটে।

দুরন্ত ব্যাটিংয়ের পসরা সাজালেন মেহেদী হাসান। পেলেন রানের দেখা। তবে আক্ষেপ শব্দটা সঙ্গী হলো তারও। চতুর্থ দিনে এসে তারকা এ অলরাউন্ডার মিস করলেন ফিফটি। তিন রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন তিনি সাজঘরে। 

মিরাজের দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪৫৮ রানে। চতুর্থ দিনে শেষ চার উইকেট হারিয়ে ৫৭ রান যোগ করেন সফরকারীরা। এতেই টাইগাররা পেয়ে গেছে ১৩০ রানের লিড।

প্রথম টেস্টে আক্ষেপ শব্দটা যেন লাল-সবুজের প্রতিনিধিদের পিছু নিয়ে বেশ ভালোভাবে। দ্বিতীয় দিন শতক মিস করেন নাজমুল হোসেন শান্ত (৬৪)। তৃতীয় দিনে সেঞ্চুরি থেকে বঞ্চিত হন মাহমুদুল হাসান জয় (৭৮), মুমিনুল হক (৮৮) ও লিটন দাস (৮৬)। এবার অর্ধ-শতক মিস করলেন মিরাজ।

মিরাজ ৪৭ রানের চমৎকার ইনিংস খেলে ফেরেন টিম সাউদি বলে উইকেটের পিছনে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে। নিজের দাপুটে ইনিংসটি সাজান তিনি ৮৮ বলে ৮ বাউন্ডারিতে। মিরাজকে সঙ্গ দিয়ে ইয়াসির আলী ফেরেন ২৬ রান নিয়ে। লোয়ার অর্ডারের বাকি তিন ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

ট্রেন্ট বোল্ট একাই শিকার করেছেন চার উইকেট। তিনটি উইকেট নেন নেইল ওয়াগনার। আর টিম সাউদি দুটি ও কাইল জেমিসন একটি উইকেট পান।

তার আগে মাউন্ট মাউঙ্গানুইয়ে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪০১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে টাইগাররা। মিরাজ ২০ ও ইয়াসির ১১ রান নিয়ে শুরু করেন দিনের খেলা।