বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা পাঁচে উঠল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

নিউজিল্যান্ড সফরে আগের নয় ম্যাচের সব গুলোতেই হারের তেতো স্বাদ হজম করেছে বাংলাদেশ। অবশেষে দশম টেস্টে ধরা দিল বহুল কাঙ্ক্ষিত জয় নামক সোনার হরিণ। দুর্বার এ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলার দামাল ছেলেরা।

দুরন্ত ক্রিকেটে নতুন বছরে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। এটা শুধু নতুন বছরের প্রথম জয়ই নয়। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও প্রথম জয় পেল কোচ রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। সব ধরনের সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে এটি টাইগারদের প্রথম জয়।

বিজ্ঞাপন

দুর্বার এ জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ দলের। তিন টেস্টে এক জয় ও দুই হারে ১২ পয়েন্টের পুঁজি নিয়ে টেবিলের শীর্ষ পাঁচে অবস্থান করছে এখন টাইগাররা। বাংলাদেশ পেয়েছে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট। এ লড়াইয়ে লাল-সবুজের প্রতিনিধিরা পিছনে ফেলেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে।

সর্বাধিক ৩৬ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়া। অজিরাও পেয়েছে শতভাগ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের সংগ্রহও শতভাগ পয়েন্ট। তবে শুধু পয়েন্টের হিসাবে পিছিয়ে রয়েছে তারা। ৭৫ ও ৬৩.০৯ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে দুই চিরশত্রু পাকিস্তান (৩৬ পয়েন্ট) ও ভারত (৫৬ পয়েন্ট)। পয়েন্টের শতাংশের হিসাবে পাকিস্তানের চেয়ে পিছিয়ে বিরাট কোহলির দল।

বিজ্ঞাপন

পাঁচে থাকা বাংলাদেশের নিচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (১২ পয়েন্ট, ২৫ শতাংশ), নিউজিল্যান্ড (৪ পয়েন্ট, ১১.১১ শতাংশ), ইংল্যান্ড (৬ পয়েন্ট, ০৭.১৪ শতাংশ)। আর সবার নিচে থাকা দক্ষিণ আফ্রিকা এখনো কোনো ম্যাচ খেলেনি প্রোটিয়ারা।