নিউজিল্যান্ড সফরে যাচ্ছে না অস্ট্রেলিয়া
মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে অ্যারন ফিঞ্চদের কিউই সফরে যাওয়া হচ্ছে না আর। আইসোলেশন ও কোয়ারেন্টিনের জন্য আলাদা কোনো জায়গা পায়নি আয়োজক নিউজিল্যান্ড ক্রিকেট (এনডেজসি)। ঠিক এ জন্য সফরটি বাতিল হয়ে গেছে।
মার্চের মাঝামাঝিতে চার দিনের সফরে নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। অজিদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম শিথিল হবে এমন আশায় বসে ছিল এনজেডসি। তাতেই চূড়ান্ত হয় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সফরের সূচি। কিন্তু ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় কোয়ারেন্টিনের নিয়ম শিথিল করেনি কিউই সরকার।
একই সময়ে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। মার্চে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেসময় অজিদের অন্য একটি দলের খেলার কথা ছিল নিউজিল্যান্ডে। তবে কোয়ারেন্টিন জটিলতায় শেষমেশ সফরটি বাতিল হয়ে গেছে।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, ‘যখন আমরা এই সফরটা নির্ধারণ করেছিলাম, তখন একটা আশা ছিল যে, যারা নিয়ম মানবে, তাদের জন্য তাসমানিয়ার এপার ওপারের সীমান্ত খুলে দেওয়া হবে। তবে ওমিক্রনের কারণে সীমান্তের সব নিয়ম কানুন বদলে গেছে। যার ফলে সিরিজটা চালিয়ে যাওয়া আমাদের জন্য অসম্ভব করে তুলেছে। এটা হতাশার। তবে আমরা জানি এ বিষয়টা সবার ক্ষেত্রেই সমান। আর আমাদের বাকি যে সিরিজ আছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।’
তবে নিউজিল্যান্ডে অন্য কোনো সিরিজ আয়োজনে কোনো সমস্যা হবে না। নিউজিল্যান্ড-ভারত নারী দলের সিরিজ মাঠে গড়িয়েছে ইতোমধ্যে। পুরুষদের দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস সিরিজ হবে যথা সময়ে। সঙ্গে নারী ওয়ানডে বিশ্বকাপও শুরু হবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী।