টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা

টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা

অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৬ দলের এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৫৬ কোটি ৫ লাখ ২৬ হাজার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় দল পাবে ১৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। ফাইনালে হেরে যাওয়া দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক অর্থাৎ ৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৭৫ হাজার টাকা।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ছাড়া বাকি দলগুলোর জন্য প্রাইজমানি রাখা হয়েছে। সেমিফাইনালে হেরে যাওয়া প্রতিটি দলের জন্য রাখা হয়েছে ৪ লাখ ডলার করে (বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটি ৩৭ লাখ টাকা)। সুপার টুয়েলভে জায়গা করে নেয়া বাকি ৮ দলের জন্যও থাকছে প্রাইজমানি।

সুপার টুয়েলভ থেকে বাদ পড়া ৮ দলের প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার (৭০ লাখ ৬ হাজার ৫৮০ টাকা)। বিশ্বকাপের মূল পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার ডলার। যা প্রায় ৪০ লাখ টাকা।

বিজ্ঞাপন