সব গুঞ্জন উড়িয়ে ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুড়োদের লিগ বলে পরিচিত এমএলএস ক্লাব ইন্টায়ার মিয়াতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই প্রথম ইউরোপের বাইরে খেলতে যাচ্ছেন মেসি।

বার্সেলোনার সাবেক এই খেলোযাড়কে সৌদি ক্লাব আল হিলাল থেকে লোভনীয় প্রস্তাব দিলেও সেটি ফিরিয়ে দিয়েছেন তিনি। অবশ্য সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মিয়াতেও থাকছে লোভনীয় সব প্রস্তাব। তাতে যুক্ত থাকছে অ্যাডিডাস, অ্যাপলের মতো ব্র্যান্ডও।

এদিকে স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ জানিয়েছেন, ইন্টার মিয়ামির প্রস্তাবে সম্মত হয়েছেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা। তাই বার্সেলোনা বা আল হিলাল নয়, মেসির পরবর্তী গন্তব্য হচ্ছে এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামি।

বুধবার (৭ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে এক টুইটে তিনি এই খবর জানান। তিনি লিখেছেন, মেসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার গন্তব্য: ইন্টার মিয়ামি।

এর আগে দ্য অ্যাথলেটিক জানিয়েছিল, আর্জেন্টাইন অধিনায়ককে ইন্টার মিয়ামিতে ভেড়াতে এমএলএস এবং অ্যাপল মেসিকে আয়ের একটি অংশ দেওয়ার বিষয়ে আলোচনা করেছে, যা নতুন গ্রাহকরা তাদের স্ট্রিমিং প্যাকেজ এবং এমএলএস সিজন সাইন আপ করলে তার লভ্যাংশ পাবেন তিনি। অ্যাডিডাস মেসির সঙ্গে তাদের মুনাফার একটা হিস্যা ভাগাভাগি চুক্তির প্রস্তাব দিচ্ছে বলেও জানা গেছে।

   

বিপিএল ড্রাফটে মুশফিক এখন সবচেয়ে দামি



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আন্তর্জতিক টি-টুয়েন্টিকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি লিগ চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। গত কিছুদিন ধরে ওয়ানডেতে ছয় নম্বর পজিশনে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ত্রাস এই অভিজ্ঞ ব্যাটার। যার ছাপ স্পষ্ট হয়েছে আসন্ন দশম বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তালিকায়। যেখানে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক রাখা হয়েছে মুশফিকুর রহিমের জন্য। একমাত্র ক্রিকেটার হিসেবে এ ক্যাটাগরিতে জায়গা পাওয়া মুশফিকের পারিশ্রমিকের পরিমাণ ৮০ লাখ টাকা।

বিপিএল সামনে রেখে আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটেগরিতে। দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে সাকিব, তামিম, মাহমুদউল্লাহ ও লিটনরা আগেই সরাসরি দল পেয়েছেন। তাই আইকন ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার হিসেবে এ ক্যাটাগরিতে জায়গা হয়েছে মুশফিকের।

'বি' ক্যাটেগরিতে রাখা হয়েছে চার জন ক্রিকেটারকে। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা।

'সি' ক্যাটেগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার।যাদের উল্লেখযোগ্য মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী ও তাইজুল ইসলাম। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা।

'ডি' ক্যাটেগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা। এই তালিকার উল্লেখযোগ্য নাম হলো, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান প্রমুখ।

পরের ক্যাটাগরি ই তে রাখা হয়েছে সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটারকে। এই তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা। পরের দুই ক্যাটাগরি 'এফ' এবং জি তে আছেন ২৯ ও ৪৫ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ১০ ও ৫ লাখ টাকা।

;

৯৬ বিশ্বকাপ থেকেও বেশি প্রতিভাবান বর্তমান দল: রানাতুঙ্গা



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অজুর্না রানাতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল শ্রীলঙ্কা। ওখানেই শেষ। এরপর দুইবার শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখলেও কখনোই শিরোপাই হাত রাখা হয়নি লঙ্কানদের। ফের আরও একটি বিশ্বকাপ দ্বারপ্রান্তে। এবার কী দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে পারবে লঙ্কানরা। রানাতুঙ্গা কেমন দেখছেন তার উত্তরসূরিদের। সে সব নিয়েই কথা বলেছেন ৯৬ বিশ্বকাপ জয়ী লঙ্কানদের কিংবদন্তি এই অধিনায়ক।

বর্তমান দলটিকে নিয়ে রানাতুঙ্গা বলেন, ‘অরবিন্দ ডি সিলভাকে বাদ দিলে, আমাদের বর্তমান ক্রিকেট দলটি ১৯৯৬ বিশ্বকাপ স্কোয়াডের চেয়েও বেশি প্রতিভাবান। তবে সমস্যা হলো বর্তমান প্রশাসন তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারদের বিভ্রান্ত করছে।’

সবশেষ এশিয়া কাপ নিয়ে রানাতুঙ্গা বলেন, ‘এশিয়া কাপ নিয়ে আমার বেশ কয়েকটি প্রশ্ন আছে। শ্রীলঙ্কায় অনেক ভারতীয় সফর হয়েছে। কিছু খেলা বৃষ্টিতে ভেস্তে গেছে এবং কিছু খেলা হয়েছে গ্রাউন্ড স্টাফদের নিবেদিত পরিচর্যার কারণে। কিন্তু আমি কখনো কাউকে নগদ পুরস্কার দিতে দেখিনি। আমি খুব খুশি হতাম যদি কাউকে নগদ টাকা দেওয়া হতো, এবং তা চুরি না হতো। ম্যাচের নায়ক টুর্নামেন্ট শেষে তার নিজের পুরস্কারের টাকাও কর্মীদের দিয়েছেন। গ্রাউন্ডসম্যানরা এত বছর ধরে তাদের পরিষেবা দিচ্ছেন, কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট প্রশাসন এই প্রকৃতির অর্থ প্রদান করেনি। এই ঘটনাগুলি মিডিয়াকে অবশ্যই তদন্ত করতে হবে।’

নানা কারণেই দেশটিতে আলোচনায় থাকে ক্রিকেটাররা। ব্যর্থতায় করা হয় কঠোর সমালোচনা। তাই সমর্থকদেরকে পরামর্শ দিয়ে রানাতুঙ্গা বলেন, ‘খেলোয়াড়দের সবসময় দোষ দেওয়া হয়। অধিনায়ককে দোষারোপ করা হয়, টসকে দোষারোপ করা হয়। কিন্তু কেউই পিচের কথা বলে না, যারা উইকেট তৈরি করেছিল তাদের কেউ দোষ দেয়নি।’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে যখন নিয়ম পরিবর্তন করা হয়েছিল, তখন একজন খেলোয়াড় কেন এই বিষয়ে কথা বলতে পারেনি? কারণ ভারত একটি শক্তিশালী দেশ। কিন্তু আমরা আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, কারণ ভারত শক্তিশালী।’

;

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। এছাড়াও টিভিতে আজ দেখা যাবে রোনালদোর ম্যাচ।

টিভিতে আজ যা থাকছে
১ম ওয়ানডে
ভারত–অস্ট্রেলিয়া
দুপুর ২টা, স্পোর্টস ১৮–১ ও কালার্স বাংলা সিনেমা

সৌদি প্রো লিগ
আল নাসর–আল আহলি
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ১

জার্মান বুন্দেসলিগা
স্টুটগার্ট–ডার্মস্টাট
রাত ১২–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

স্প্যানিশ লা লিগা
আলাভেস–বিলবাও
রাত ১টা, স্পোর্টস ১৮–১ এইচডি

টেনিস : লেভার কাপ
টিম ইউরোপ–টিম ওয়ার্ল্ড
রাত ১টা, সনি স্পোর্টস টেন ৫

রাগবি বিশ্বকাপ
আর্জেন্টিনা–সামোয়া
রাত ৯–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২

;

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ভেসে গেল প্রথম ওয়ানডে



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। বৃষ্টির পূর্বাভাস ছিল, তবে বৃষ্টি-বাধায় এক ইনিংসও খেলা হবে না, এমনটা হয়ত কেউই ভাবেননি। তবে মিরপুরে আজ সেটাই হয়েছে। বৃষ্টি-বাধায় টস হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংস শেষের আগেই পণ্ড হয়েছে ম্যাচ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচ শুরুর আগেই বৃষ্টি হানা দেয়। টসের পর শুরু হওয়া সে বৃষ্টি অবশ্য থেমে যেতে সময় লাগেনি। তবে কিউই ইনিংসের বয়স যখন মোটে ৪.৩ ওভার, তখন আবারও বৃষ্টির বাগড়া কেড়ে নেয় দুই ঘণ্টা। যার ফলে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে।

এরপর বেশ খানিকটা সময় নির্বিঘ্নে চলেছে খেলা। তবে নিউজিল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারের সময় আবারও ফিরে আসে বৃষ্টি। এবার আর হালকা বৃষ্টিপাত নয়, একেবারে বজ্রবৃষ্টি। সময়ের সঙ্গে বৃষ্টির ধারে এতটাই বেড়ে যায় যে, মাঠের তিনটি ফ্লাডলাইট নিভিয়ে দিতে হয়। অন্তত ২০ ওভারের ইনিংস ধরে খেলা চালিয়ে নিতে হলে ম্যাচ শুরু করতে হত রাত ৯ টা ৬ মিনিটের মধ্যে। তবে মুষলধারে বৃষ্টি দেখে আম্পায়ররা সে পর্যন্ত অপেক্ষা করতে করেননি। ৪০ মিনিট আগেই নিয়েছেন ম্যাচ বাতিলের সিদ্ধান্ত।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে সফরকারী নিউজিল্যান্ড। দারুণ বোলিংয়ে শুরু থেকেই কিউইদের চেপে ধরে বাংলাদেশ। মাত্র ১৬ রানের মধ্যে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।

তৃতীয় উইকেট মিরপুরে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড ৯৭ রানের জুটি গড়েন উইল ইয়াং (৫৮) এবং হেনরি নিকোলস (৪৪)। নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে এই জুটি ভাঙেন মোস্তাফিজ। নিকোলসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই বাঁহাতি পেসার।

এরপর মাত্র তিন বলের মধ্যে ইয়াং এবং রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে এনে দেন স্পিনার নাসুম আহমেদ। হাতের মুঠোয় থাকা ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় হতাশই হতে হলো বাংলাদেশকে।

 

;