বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
আগামী মাসের শুরুতেই ভারতে বসবে বিশ্বকাপ ক্রিকেট উৎসব। বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগে বাংলাদেশে নিজেদের ঝালিয়ে নিতে এসেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ এখনো বিশ্বকাপ দল ঘোষণা করেনি, তাই বিশ্বকাপের দল বেছে নিতে বাংলাদেশের নির্বাচকদের কাজ কিছুটা হলেও সহজ করে দেবে এই সিরিজ।
বিশ্বকাপের প্রস্তুতির মোড়কে সিরিজ হলেও দুই দলই খেলছে দ্বিতীয় সারির দল নিয়ে। আজ মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
দীর্ঘ সময় পর বাংলাদেশের ওয়ানডে একাদশে ফিরেছেন সৌম্য সরকার এবং মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরি কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তৌহিদ হৃদয়, মাহেদী হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।