বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। বৃষ্টির পূর্বাভাস ছিল, তবে বৃষ্টি-বাধায় এক ইনিংসও খেলা হবে না, এমনটা হয়ত কেউই ভাবেননি। তবে মিরপুরে আজ সেটাই হয়েছে। বৃষ্টি-বাধায় টস হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংস শেষের আগেই পণ্ড হয়েছে ম্যাচ।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচ শুরুর আগেই বৃষ্টি হানা দেয়। টসের পর শুরু হওয়া সে বৃষ্টি অবশ্য থেমে যেতে সময় লাগেনি। তবে কিউই ইনিংসের বয়স যখন মোটে ৪.৩ ওভার, তখন আবারও বৃষ্টির বাগড়া কেড়ে নেয় দুই ঘণ্টা। যার ফলে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে।
এরপর বেশ খানিকটা সময় নির্বিঘ্নে চলেছে খেলা। তবে নিউজিল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারের সময় আবারও ফিরে আসে বৃষ্টি। এবার আর হালকা বৃষ্টিপাত নয়, একেবারে বজ্রবৃষ্টি। সময়ের সঙ্গে বৃষ্টির ধারে এতটাই বেড়ে যায় যে, মাঠের তিনটি ফ্লাডলাইট নিভিয়ে দিতে হয়। অন্তত ২০ ওভারের ইনিংস ধরে খেলা চালিয়ে নিতে হলে ম্যাচ শুরু করতে হত রাত ৯ টা ৬ মিনিটের মধ্যে। তবে মুষলধারে বৃষ্টি দেখে আম্পায়ররা সে পর্যন্ত অপেক্ষা করতে করেননি। ৪০ মিনিট আগেই নিয়েছেন ম্যাচ বাতিলের সিদ্ধান্ত।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে সফরকারী নিউজিল্যান্ড। দারুণ বোলিংয়ে শুরু থেকেই কিউইদের চেপে ধরে বাংলাদেশ। মাত্র ১৬ রানের মধ্যে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।
তৃতীয় উইকেট মিরপুরে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড ৯৭ রানের জুটি গড়েন উইল ইয়াং (৫৮) এবং হেনরি নিকোলস (৪৪)। নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে এই জুটি ভাঙেন মোস্তাফিজ। নিকোলসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই বাঁহাতি পেসার।
এরপর মাত্র তিন বলের মধ্যে ইয়াং এবং রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে এনে দেন স্পিনার নাসুম আহমেদ। হাতের মুঠোয় থাকা ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় হতাশই হতে হলো বাংলাদেশকে।