শান্তর নেতৃত্বে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। যেখানে প্রথমবারের মতো ওয়ানডে দলের নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।

এর আগে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। শেষ ম্যাচটি তাই হয়ে উঠেছে সিরিজ বাঁচানোর। সে লক্ষ্যেই আজ মাঠে নামবে শান্তর দল। এর আগে প্রথম দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস।

বিজ্ঞাপন

প্রথম দুই ম্যাচের মতো আজও বৃষ্টির শঙ্কা রয়েছে মিরপুরে। সকাল থেকেই মিরপুরের আকাশ মেঘলা। দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে পুরোপুরি ম্যাচটি বাতিল হওয়ার সম্ভাবনা কম। তবে শঙ্কা আছে বৃষ্টিতে ম্যাচের পরিধি কমে আসার।

এ ম্যাচে চোট সারিয়ে দলে ফিরেছেন শান্ত। এদিন নেতৃত্বে অভিষেক হবে তার। জাতীয় দলের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে গর্বিত শান্ত, ‘একজন ক্রিকেটার হিসেবে আমার জন্য অনেক গর্বের ব্যাপার। পরিবারের জন্যও অনেক গর্বের। বোর্ড আমাকে এই সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ্‌। মুখিয়ে আছি, উপভোগ করব ইনশাআল্লাহ।’