শান্তর নেতৃত্বে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। এর আগে প্রথম দুই ম্যাচে লিটনের নেতৃত্বে আগে বল করেছে বাংলাদেশ। এ ম্যাচে অবশ্য টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ একাদশে ফেরানো হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। এছাড়াও পরিবর্তন এসেছে বেশ কিছু। অভিষেক হয়েছে উইকেটকিপার ব্যাটার জাকির হাসানের।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টিতে কিউইদের বিপক্ষে ৮৬ রানে হারে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ দল ভালো ব্যাট করতে না পারলেও দীর্ঘদিন পর দলে ফেরা তামিম ও মাহমুদউল্লাহ নজর করেছেন আলাদাভাবে। দু’জনেই ছিলেন বাংলাদেশের হয়ে টপ স্কোরার। যদিও বাকিদের ব্যর্থতায় ম্যাচটা শেষ পর্যন্ত জেতা হয়নি বাংলাদেশের।

বিজ্ঞাপন

সিরিজে পিছিয়ে পড়ায় শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। তাছাড়া বিশ্বকাপের আগে ঘরের মাটিতে কিউইদের হারিয়ে আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিতে চায় শান্তর দল। সে লক্ষ্যেই আজ একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। যেখানে লক্ষ্য শেষ ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করা।

অবশ্য মিরপুরের আকাশে আজ সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টস ঠিক সময় মতো হলেও মাঝে বৃষ্টির করণে বিঘ্ন হতে পারে ম্যাচ। কমে আসতে পারে ম্যাচের পরিধি।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মোহাম্মদ মাহমুদউল্লাহ, জাকির হাসান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সট্রট, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট