সাকিব-তামিম দ্বন্দ্ব, বিসিবির সঙ্গে বৈঠকে মাশরাফি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব-তামিম দ্বন্দ্ব, বিসিবির সঙ্গে বৈঠকে মাশরাফি

সাকিব-তামিম দ্বন্দ্ব, বিসিবির সঙ্গে বৈঠকে মাশরাফি

বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। দল ঘোষণার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বে ভোগাচ্ছে বিসিবিকে। সিনিয়র দুই ক্রিকেটারের দ্বন্দ্ব মেটাতে নড়াইল থেকে ডেকে আনা হয়েছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিসিবিতে প্রবেশ করেন মাশরাফি বিন মুর্তজা।

বিজ্ঞাপন

জানা গেছে, সাবেক এই অধিনায়ক বিসিবি সভাপতি পাপন ও নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছেন।

বোর্ড সূত্রে আগেই জানা গিয়েছিল বিশ্বকাপ ইস্যুতে সাকিব-তামিমের মতের অমিল হওয়ার বিষয়টি। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকে বিসিবিতে আসেন মাশরাফি।

এর আগে, সোমবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে গুরুত্বপূর্ণ সভা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

জানা গেছে, এই মিটিংয়েই নাকি সাকিব বলে দিয়েছেন তিনি কোনো হাফ ফিট ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপে যেতে চান না। এমন হলে অধিনায়কত্বও না করার কথা জানিয়ে রেখেছেন সাকিব। এই হাফ ফিট ক্রিকেটার হলেন ড্যাশিং ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যার সঙ্গে সাকিবের দ্বন্দ্বের খবর অনেক পুরোনো।

কিন্তু সোমবার রাতে ছড়িয়ে পড়া গুঞ্জনের কারণে সেটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। এদিকে আজই বিশ্বকাপের দল ঘোষণা করার কথা রয়েছে। যেখানে বেশ কয়েকটি জায়গা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। একজন বাড়তি ওপেনার নাকি পেসার নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে দ্বিধান্বিত নির্বাচকরা।

এছাড়া মিডল অর্ডারে মাহমুদউল্লাহকে নেওয়া হবে কিনা সেটাও নিয়েও রয়েছে প্রশ্ন। সব প্রশ্নের অবসান ঘটতে পারে দল ঘোষণার পর।