আশা জাগিয়েও ব্যর্থ মুশফিক

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পানীয় বিরতির পর প্রথম বলেই মুশফিকুর রহিমকে ফেরালেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন। ৮৮ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।

ফার্গুসনের বল মুশফিক সোজা ব্যাটেই খেলতে চেয়েছিলেন। তবে বল ব্যাটে লেগে এক বাউন্সের পর চলে যায় স্টাম্পের দিকে। পা দিয়ে বল ঠেকানোর চেষ্টা করেও সফল হননি মুশফিক। এমন আউটে মুশফিককে কিছুটা দুর্ভাগা বলতেই হয়।

বিজ্ঞাপন

দলীয় রান যখন ৩ উইকেটে ৩৫ তখন ক্রিজে এসেছিলেন মুশফিক। অধিনায়ক শান্তকে সঙ্গ দিচ্ছিলেন ঠিকঠাক। এই দুজনের ৫৩ রানের জুটিতে শুরুর চাপ সামাল দিয়েছে বাংলাদশ।

ইশ সোধি এবং ফার্গুসনকে দুই ছক্কা মেরে দারুণ ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন মুশফিক। তবে শেষ পর্যন্ত ২৫ বলে ১৮ রানেই থামতে হলো তাকে।

মুশফিকের আগে চারে নেমে শান্তর সঙ্গে ২৭ রানের জুটি গড়ে তুলেছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু তেড়েফুঁড়ে খেলতে গিয়ে ১৭ বলে ১৮ রানেই সাঙ্গ হয় তার ইনিংস। অ্যাডাম মিলনের অফ স্টাম্পের বাইরের বল কাভারের উপর দিয়ে খেলতে গিয়ে ৩০ গজ বৃত্তের ভেতরেই ইয়াংয়ের তালুবন্দি হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেটে ৯৫ রান। ৪২ রানে ব্যাট করছেন অধিনায়ক শান্ত, তার সঙ্গী অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ (২*)।