'অধিনায়ক' শান্তর ফিফটিতে লড়ছে বাংলাদেশ

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন এই ম্যাচ দিয়ে প্রথমবার জাতীয় দলের নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে নিজের পঞ্চম ওয়ানডে ফিফটিও তুলে নিয়েছেন সদ্য চোট থেকে ফেরা এই ব্যাটার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন শান্ত। বলেছিলেন, ‘মুখিয়ে আছি, উপভোগ করব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

মিরপুরের হোম অব ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটিং উপভোগ করছেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৬৪ রান। তার ৬৭ বলের ইনিংসে এখন পর্যন্ত ৯ বার বল সীমানাছাড়া করেছেন তিনি।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে অধিনায়কত্বের অভিষেকে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন আমিনুল ইসলাম। ১৯৯৮ সালে মোহালিতে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডেতে দেশের নেতৃত্ব দিতে নেমে ৭০ রান করেছিলেন। সে রেকর্ড নতুন করে লেখার সুযোগ আজ শান্তর সামনে।