পাঁচ হাজারি ক্লাবে যোগ দিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিউই অধিনায়ক লকি ফার্গুসনের বলে দুই রান নিয়ে ওয়ানডে ক্রিকেটের পাঁচ হাজারি ক্লাবে যোগ দেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

তবে পাঁচ হাজারি ক্লাবে যোগ দেয়ার দিনে ইনিংস বড় করতে পারলেন না মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৪৯ রানের জুটিতে তার ব্যাট থেকে এসেছে ২১ রান।

বিজ্ঞাপন

অ্যাডাম মিলনের বল ডিফেন্ড করতে গিয়ে উইকেটের পেছনে টম ব্লানডেলের হাতে ধরা পড়েছেন মাহমুদউল্লাহ। ১৩৭ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

গত মার্চের পর প্রথমবার ওয়ানডে দলে ফিরে শুরুটা দারুণ হয়েছিল মাহমুদউল্লাহ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও ব্যাট হাতে ৪৯ রান করেছিলেন তিনি। তবে বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় সে ছন্দ ধরে রাখতে পারলেন না রিয়াদ।