বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনেক নাটকের পর টুর্নামেন্টের সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ভিডিও’র মাধ্যমে সে দলের ১৫ সদস্যের নাম জানায় বিসিবি। আজ বিশ্বকাপ স্বপ্ন নিয়ে ভারতের উদ্দেশে উড়াল দিয়েছেন বিশ্বকাপ দলের ১৫ সদস্য এবং কোচিং স্টাফরা।

বিসিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকেল চারটায় চার্টার্ড বিমানে ভারতের গুয়াহাটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বিজ্ঞাপন

গুয়াহাটিতে গিয়ে একদিন বিরতির পরই মাঠে নেমে পড়তে হবে ক্রিকেটারদের। আগামী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন সাকিব আল হাসানরা।

এরপর আগামী ২ অক্টোবর বিশ্বকাপের আগে দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দল

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।