বিসিবি কর্তার যে কথায় মেজাজ হারিয়েছিলেন তামিম

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোনো ফিটনেস ইস্যু কিংবা নিজের দেওয়া কোনো শর্ত পূরণ না হওয়ার কারণে নয়। বরং বোর্ড কর্তার কথার ধরনে মেজাজ হারিয়ে বিশ্বকাপ দল থেকে নাম সরিয়ে নিতে বলেন তামিম ইকবাল। বুধবার বিকেলে বাংলাদেশ দল ভারতের উদ্দ্যেশ্যে রওয়ানা দেওয়ার পর ফেসবুকে ১২ মিনিটের এক ভিডিও বার্তা প্রকাশ করেন এই ওপেনার। সেখানে পরিষ্কার করেছেন কেনো তিনি শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে নাম সরিয়ে নিয়েছেন।

বোর্ডের দেওয়া কিছু শর্ত তামিম মেনে নিতে পারেননি৷ তবে মূল সমস্যা ছিলো সেই বোর্ড কর্তার কথার ধরণে। যেটা পছন্দ হয়নি তামিমের৷ যেখানে তামিম নিয়ন্ত্রণ করতে পারেননি নিজেকে। মেজাজ হারিয়ে বসেন সেই ফোনালাপে।

বিজ্ঞাপন

"বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, 'তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।' আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তো কী কারণে খেলবো না? তখন বলল, 'আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।'

মূলত এই প্রস্তাব একেবারেই পছন্দ হয়নি সাবেক ওয়ানডে অধিনায়কের। বোর্ড কথার ধরণই যেখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।