‘আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না’

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যদি বাংলাদেশের ক্রিকেট আপনার মনে এতটুকু দোলা দেয়, যদি বাংলাদেশের খেলা আপনার আবেগে কিছুটা হলেও বিচ্ছুরণ জাগায়, তাহলে শিরোনামের কথাটা আপনাকে আবেগাপ্লুত করবে নিশ্চিত। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এই অনুরোধ জানিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল। কিন্তু সে বিমানে চড়া হয়নি তার।

কেন তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ? গত কয়েকদিন তামিমের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া, না পাওয়া নিয়ে কথা হয়েছে বিস্তর। বাতাসের আগে ছড়িয়েছে গুজব। কেউ তামিমের দলে না থাকার পেছনে অধিনায়ক সাকিব আল হাসানকে দোষারোপ করেছেন, কেউ আবার কাঠগড়ায় তুলেছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে।

বিজ্ঞাপন

সব গুজবের জবাব দিতে এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আসল সত্যটা জানাতে বুধবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় ১২ মিনিটের ভিডিও পোস্ট করেন তামিম। সে ভিডিও বার্তায় বিশ্বকাপ দলের অংশ না হওয়ার কারণ জানান এই ওপেনার, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো তুমি প্রথম ম্যাচ খেলো না, আফগানিস্তানের সঙ্গে। কী কারণে খেলব না? তখন বললেন আচ্ছা তুমি যদি খেলো-ও আমরা এমন একটা পরিকল্পনা করছি তুমি যদি খেলোও তাহলে নিচে ব্যাট করাব। আমি কথাগুলো ভালোভাবে নিইনি। আমি বললাম দেখেন, আপনারা একটা কাজ করেন যদি আপনাদের এমন চিন্তাধারা থাকে তাহলে আপনারা আমাকে পাঠায়েন না।’

বিসিবি কর্তার এমন প্রস্তাবকে স্রেফ নোংরামো মনে হয়েছে তামিমের কাছে, ‘আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। জীবনে কোনো দিন তিন-চারে ব্যাটিংই করিনি। আমার তিনে চারে পাঁচে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই। প্রতিদিন আপনারা আমাকে একেকটা নতুন জিনিসের মুখোমুখি দাঁড় করাবেন, আমি এই জিনিসগুলোয় থাকতে চাই না। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না।’

গত ১৫ বছরে বাংলাদেশ দলের ওপেনিংয়ে সবচেয়ে বড় নির্ভরতার নাম। বছরের পর বছর বাংলাদেশের ইনিংস শুরু করার দায়িত্ব কাঁধে বয়ে বেড়ানোর পর তাকে ব্যাটিং পজিশন বদলের পরামর্শ দেয়া বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়কের কাছে নোংরামোই মনে হয়েছে। তাই বিসিবির এমন প্রস্তাব মেনে না নিয়ে বরং বিশ্বকাপের দল থেকে সরে যাওয়াকেই শোভন মনে করেছেন তামিম।

বোর্ডের হঠকারিতায় বিশ্বকাপ দলের সঙ্গী হতে পারেননি তামিম। ভিডিও বার্তায় মুখে হাসি রাখার চেষ্টা করলেও মন কাঁদছিল তার। তাই তো ভিডিও বার্তার শেষ বাক্যে তামিমের কণ্ঠে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রতি আকুতি, ‘আর একটা কথা আমাকে সবাই মনে রাইখেন। ভুলে যাইয়েন না।’