স্টেইনের হৃদয় বলছে ফাইনাল খেলবে দ.আফ্রিকা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘চোকার্স’ নামটা গায়ের সঙ্গে বেশ শক্তভাবেই লেপ্টে আছে দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের প্রায় প্রতিটি আসরেই ফেভারিট হিসেবে খেলতে নামে দলটি। পরে দেখা যায় শিরোপা তো দূরের কথা ফাইনালেও পা রাখতে পারে না প্রোটিয়ারা। এই অবস্থার গায়ের সঙ্গে লেপ্টে থাকা চোকার্স নামটা মুছে ফেলতে প্রস্তুত হচ্ছে টেম্বা বাভুমার দল। দলটিকে নিয়ে স্বপ্ন দেখছেন সাবেক পেসার ডেল স্টেইনও।

আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপের সম্ভাব্য দুই ফাইনালিস্ট কে; এমন প্রশ্নে স্টেইন বলেন, ‘আমার মনে হয় ফেভারিট ভারত। ফাইনালিস্টদের একজন হতে চলেছে ভারত এবং সম্ভবত ইংল্যান্ডও। কিন্তু আমার হৃদয় ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও ফাইনালে দেখতে চাই। কিন্তু আমি ভারত এবং ইংল্যান্ডের কথায় বলব।’

বিজ্ঞাপন

আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাভুমার দল। এবারের আসরটি ভারতের মাটিতে হওয়ায় আইপিএল খেলার অভিজ্ঞতা প্রোটিয়াদের বিশ্বমঞ্চে ভালো করতে কাজে দিবে বলেও মনে করেন স্টেইন।

প্রোটিয়াদের নিয়ে স্টেইন বলেন, ‘আমার হৃদয় দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে দেখতে চায়। দলটির অনেক খেলোয়াড় আইপিএল খেলে, ভারতে নিয়মিত খেলে। ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেনের মতো কয়েকজন আছে যারা সত্যিই অবস্থার পরিবর্তন করতে চায়। এছাড়াও রাবাদার মতো ক্রিকেটার আছে যিনি ভারতে নিয়মিত বোলিং করছেন এবং অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা ভারতে প্রচুর ক্রিকেট খেলেছেন। তাই আমার মনে হয় তারা ফাইনালে যাওয়ার ক্ষমতা রাখে।’