‘ইন্ডিয়ান সিরিয়াল বানাচ্ছে বিসিবি, ভিলেন ক্রিকেটাররা’

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বমঞ্চে সেরা সাফল্যের খুঁজে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ সেসব ঢাকা পড়ে গেছে সাকিব-তামিমের দ্বন্দ্বের খবরে। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হারিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দিচ্ছেন তামিম। অভিযোগের আঙুল তুলছেন টিম ম্যানেজম্যান্টের দিকে। এদিকে সাক্ষাৎকারে এসে তামিমের টিমম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব। শুনা যাচ্ছে তামিম ইস্যুতে গণমাধ্যমের কাছে সব পরিষ্কার করবে বিসিবিও। সব মিলিয়ে হযবরল এক অবস্থা। যাকে ইন্ডিয়ান সিরিয়াল মনে করছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

তামিমের ভিডিও-বার্তার পর পাইলট তার ফেসবুক লাইভে এসে বিসিবির দিকে আঙুল তুলে বলেন, ‘তামিম তার ভিডিও-বার্তায় সব ক্লিয়ার করে দিয়েছে। সে কিন্তু বলে নাই যে, আমি পাঁচটা ম্যাচ খেলব না। তার মানে বোর্ড যদি চায়, ইচ্ছা করলে তদন্ত করে বের করে ফেলতে পারবে কারা এই নিউজটা বাইরে এনেছে। ক্রিকেট বোর্ডের কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াকে পোষে। তারাই মিডিয়াগুলোকে ইনফরমেশন দিয়েছে, বেসিক্যালি তামিমের খারাপ করার জন্য…আমি সমস্ত ক্রিকেট বোর্ডের লোককে ঢালাওভাবে বলব না, তবে একজন-দুইজনকে ক্রিকেট বোর্ডের ভাইরাস বলে মনে হয় আমার। তারাই এই জিনিসটা তৈরি করছে।’

বিজ্ঞাপন

সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার আরও বলেন, ‘আমার মনে হয় অনেক ডিরেক্টর আছেন, যারা হয়তো ইনভলভডই না এর সাথে, কিন্তু দুই-একজন মানুষ আছেন যারা পুরা এই নাটকটা বানাচ্ছেন। পুরা ইন্ডিয়ান সিরিয়াল এর মতো একটা নাটক বানাচ্ছেন। তো এই নাটকটা আসলে ক্রিকেটর জন্য ভালো না। এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি, আমাদের থেকে এ রকম কালচার সাধারণ মানুষ আশা করে না।’

এরপর বিসিবির সেই ইন্ডিয়ান সিরিয়ালে ক্রিকেটারদের ভিলেন বানানো হচ্ছে বলেও মন্তব্য করেন পাইলট। তার ভাষ্য, ‘বিশেষ করে তামিমকে পচানো হচ্ছে পাঁচটা ম্যাচ খেলার কথা বলে। আবার এদিকে সাকিবকে পচানো হচ্ছে তার ওপর সমস্ত দায় চাপিয়ে। আসলে কি তাই হয়েছে? সাধারণ মানুষকে আসলে বোকা বানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে পজিটিভকে নেগেটিভ, নেগেটিভকে পজিটিভ বানিয়ে প্লেয়ারদেরকে ভিলেন বানানো হচ্ছে।’