ক্রিকেট ছাড়ার দিনক্ষণ জানিয়ে দিলেন সাকিব

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিস্ফোরক এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটে ঝড় তুলে দিয়েছেন সাকিব আল হাসান। নেতৃত্ব নিয়ে দৃষ্টিভঙ্গি থেকে সতীর্থদের নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। এক ফাঁকে জানিয়ে দিয়েছেন, আর বছর দুয়েক পরই তুলে রাখবেন ব্যাট-বল, বিদায় জানাবেন ক্রিকেটকে।

বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সেই সাক্ষাৎকারে বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন সাকিব।  তবে যেহেতু এখন সব ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, তাই সব ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়বেন নাকি শুধু ওয়ানডের অধিনায়কত্ব, সেটা পরিস্কার করেননি। তবে অবসরের হিসাবটা একেবারে সময় ধরে জানিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

 অবসরের টাইমলাইন জানিয়ে সাকিব বলেন, ‘আজকে এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবো। টেস্টের অবসর শিগগিরই। তবে একেক ফরমেট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করবো ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর।’

ক্যারিয়ার সায়াহ্নে পৌঁছে গেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জ্বলজ্বলে তারা সাকিব। গত মার্চে জীবনের ৩৬ বসন্ত পার করে পা দিয়েছেন ৩৭-এ। ব্যবসাসহ ক্রিকেটের বাইরে নানা কাজে নিজেকে ব্যস্ত করে তুলছেন সাকিব, যার ফলে অনেক সময় সিরিজ বা টুর্নামেন্টের মাঝেও ক্রিকেটের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে দৌড়ঝাপ করতে হয় তাকে। তাই আগামী দুই বছরে একে একে তিন ফরম্যাট থেকেই অবসরের পরিকল্পনা সাজিয়ে নিয়েছেন সময়ের সেরা অলরাউন্ডার।