তামিম তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে: মাশরাফি

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সামনে রেখে পুরোদমে চলছে অনুশীলন। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রে তবু সাকিব আল হাসান আর তামিম ইকবালের কথার লড়াই। অভিযোগ, অভিযোগ খণ্ডন, পাল্টা অভিযোগ - গত কয়েকদিন ধরে এই চলছে বাংলাদেশের ক্রিকেটে। এবার নিজের পুরনো দুই সতীর্থকে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার কিছু সময় পর ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত দেন মাশরাফি। ভিডিওর শুরুতেই তামিম ইকবালের অধিনায়কত্ব ছাড়া এবং পরবর্তীতে ব্যাটিং পজিশন বদলের প্রস্তাবে রেগে গিয়ে বিশ্বকাপ দল থেকে সরে যাওয়া নিয়ে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

দুটি সিদ্ধান্তই তামিম আরেকটু ভেবেচিন্তে নিতে পারতেন বলে মত মাশরাফির, 'তামিম ইনজুরির কারণে বিভ্রান্ত হয়ে অধিনায়কত্ব ছেড়েছে। জিনিসটা আরেকটু অপেক্ষা করে বিশ্লেষণ করা উচিৎ ছিল।'

ব্যাটিং পজিশন বদলের প্রস্তাব নিয়ে তামিমকে ফোন দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন প্রস্তাব শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন তামিম। বিসিবির এমন ভাবনাকে 'নোংরামি' আখ্যা দিয়ে এর চেয়ে তাকে দূরে রাখতে অনুরোধ জানান এই ওপেনার। এক্ষেত্রে তামিমের রাগ সংবরণ করে সিদ্ধান্ত নেয়া উচিৎ ছিল বলে মনে করেন মাশরাফি, 'রাগ ক্ষোভের উপর মানুষের নেয়া সিদ্ধান্ত সঠিক হয় না। আমি দলে থাকতে চাই না - এটা না বলে বরং তামিমের আরেকটু স্লো যাওয়া উচিৎ ছিল।'