'তামিমকে একটা মেসেজ দিয়ে বলতে পারত সাকিব'

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাকিব-তামিম ইস্যুতে সরগরম বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বোর্ডের শীর্ষ কর্তা ব্যাটিং পজিশন বদলের প্রস্তাব দেয়াতে রেগেমেগে বিশ্বকাপ দল থেকে দূরে সরে গেছেন তামিম ইকবাল। ওদিকে তামিমের এমন আচরণ 'শিশুসুলভ' মনে হয়েছে অধিনায়ক সাকিবের কাছে। দুই শীর্ষ ক্রিকেটারের এমন অবস্থান নিজের মত জানাতে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক ভিডিওবার্তায় নিজের মতামত জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

তামিমকে ব্যাটিং পজিশন পরিবর্তনের কথা কোনোভাবেই বোর্ডের কারো বলা উচিৎ হয়নি বলে মত মাশরাফির, ‘সে (তামিম) কোন পজিশনে ব্যাট করবে, এটা বলার অধিকার ক্রিকেট বোর্ডের কেউ রাখে না।’

বিজ্ঞাপন

মাশরাফির মতে অধিনায়ক হিসেবে সাকিব নিজেই তামিমের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করতে পারতেন, ‘সাকিব যেহেতু ক্যাপ্টেনসি নিয়েছেই, সাকিবই পারত তামিমকে একটা মেসেজ দিতে, বা এক মিনিট ফোনে কথা বলতে। যে আমার এই প্ল্যান আছে, আমি এইটা তোর সাথে পরে আলোচনা করব।’

সাকিব বিষয়টিকে নিয়ে এভাবে এগোলেই আর এত বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হত না বলে মনে করেন মাশরাফি, ‘আমার কাছে মনে হয় ফুল জিনিসটা এখানে (তামিমকে সাকিব মেসেজ বা ফোন দিয়ে প্ল্যানের কথা বললে) চাপা পড়ে যেত।’