লিটনের ব্যাটে তাকিয়ে থাকবে পুরো বিশ্ব, বিশ্বাস সাকিবের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। সবশেষ দশ ওয়ানডেতে ফিফটি কেবল একটি। এরপরও লিটন দাসে আস্থা বাংলাদেশের। তার ব্যাটেই বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক সাকিব আল হাসানও শুনিয়েছেন আশার কথা। জানিয়েছেন বিশ্বকাপে ব্যাট হাতে সবাইকে মুগ্ধ করবে লিটন।

এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও সময়টা ভালো কাটেনি লিটনের। সবশেষ ম্যাচে তো আউট হয়ে মেজাজটাই ঠিক রাখতে পারেননি উইকেটকিপার ব্যাটার। ড্রেসিং রুমে প্রবেশ করার আগে প্রিয় ব্যাটটাকেই গুড়িয়ে ফেলেছেন। সেই সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব হারিয়েছেন।

বিজ্ঞাপন

অবশ্য সহ-অধিনায়ক না থাকায় লিটনের ওপর থেকে চাপ কমবে বলেই মনে করেন সাকিব, ‘আমি মনে করি, এটা ওকে সাহায্য করবে। ওর ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে সাহায্য করবে। এই মুহূর্তে ওর ব্যাটিংয়ের চেয়ে আর কিছু গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে।’

বিশ্বকাপে লিটনের ব্যাটেই যে তাকিয়ে পুরো বাংলাদেশ সেটাও মনে করিয়ে দিয়েছেন সাকিব। সঙ্গে শুনিয়েছেন লিটনকে নিয়ে আশার কথা। সাকিব বলেন, ‘ও যদি ওর ব্যাটিংটা উপভোগ করে, আমি নিশ্চিত মানুষ টিভিতে ওকে দেখতে আরও বেশি পছন্দ করবে। যেভাবে ও পারফর্ম করবে, আমি নিশ্চিত, পুরো বিশ্বই হয়তো ওর দিকে তাকিয়ে থাকবে।’