বিশ্বকাপে আশরাফুলের ভাবনা দুর্বল ওপেনিং

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। যা নিয়ে গত কিছু দিন ধরেই উত্তাল দেশের ক্রিকেট। এদিকে তামিমের জায়গায় দলে সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিম ও লিটন দাসের কেউই নেই ছন্দে। বিশ্বকাপে যা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য; এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

গতকাল এক ভিডিও বার্তায় তামিমের না থাকা নিয়ে আশরাফুল বলেন, ‘বিশ্বকাপের যেই দলটি দেওয়া হয়েছে, আমার মনে হয় এই মুহূর্তে এটাই সেরা দল। বিশ্বকাপে হয়তো আমাদের সবচেয়ে দুর্বল জায়গা ওপেনিং পজিশন। এছাড়া বাকি পজিশনগুলোতে বিশেষ করে মাহমুদউল্লাহ ঢুকাতে দলে ব্যালেন্স হয়েছে। মিডল অর্ডার, পেস অ্যাটাক ও স্পিন অ্যাটাক যথেষ্ট ভালো। সেদিক দিয়ে কেবল ওপেনিংটাই কিছুটা দুর্বল এই বিশ্বকাপে। তামিম থাকলে খুবই ভালো হতো। যেভাবে সে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ করেছে লম্বা সময় পরে। সব মিলিয়ে সে থাকলে ভালো হতো।’

বিজ্ঞাপন

তামিম দলে না থাকলেও তার জায়গায় সুযোগ পাওয়া বাকিদের বিশ্বকাপ শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে রানে ফেরার তাগিদ দিয়েছেন আশরাফুল। তার মতে, ‘আমার মনে হয় যারা ওপেনার আছে তারা যদি দুইটা প্রস্তুতি ম্যাচ কাজে লাগাতে পারে। তাদের আত্মবিশ্বাস বাড়বে। আমার মনে হয় এতদিন ধরে যা হয়েছে সব ভুলে আমাদের আসলে দলটাকে সমর্থন দেওয়া উচিত। আর আমার মনে হয় এ বিষয় নিয়ে বেশি কথা না বলাটাই ভালো।’