চোট শঙ্কায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ টস করতে আসেননি অধিনায়ক সাকিব। টসের সময় তার জায়গা নেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

এরপরই সাকিবের চোটের গুঞ্জন ওঠে। ভারতীয় একটি সূত্র বার্তা২৪-কে জানিয়েছে, গোড়ালির চোটে পড়েছেন সাকিব। চোটের কারণে তার পা ফুলে গেছে।

সূত্র আরও জানায়, গৌহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান সাকিব। ডান পায়ের গোড়ালিতে পাওয়া সে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে কতদিন লাগতে পারে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগামী ২ অক্টোবর গৌহাটিতেই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

যদিও টিম ম্যানেজমেন্ট থেকে এখনো সাকিবের চোটের ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ এবং আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অনিশ্চিত বলেই জানিয়েছে সূত্র।