এশিয়ান গেমসে অংশ নিতে চীনের পথে আফিফ-জাকিররা

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এশিয়াডের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফ হাসানের নেতৃত্বে এই দলে আছেন একাধিক পরিচিত মুখ। আজ শুক্রবার ১৯তম এশিয়ান গেমসে অংশ নিতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল।

এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র স্বর্ণপদক এসেছে পুরুষ ক্রিকেটেই, ২০১০ গুয়াংজু এশিয়াডে। এবারও তেমন কিছুর প্রত্যাশা নিয়েই এই মহাদেশীয় ক্রীড়াযজ্ঞে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন এশিয়াডের বহরে। বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া আফিফ হোসেনসহ ইয়াসির আলী রাব্বি, পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়রা যাচ্ছেন এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের মিশনে।

বাংলাদেশ স্কোয়াড

মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকির আলী অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন।