লিটন-তামিমের ব্যাটে চড়ে দারুণ শুরু বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। গৌহাটিতে চলমান এই ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্যটা ২৬৪ রানের। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই পেয়েছে দল। লিটন দাস আর তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে পেয়ে গেছে শতরানের জুটিও।

শেষ কিছুদিন ধরেই ব্যাটারদের ছন্দহীনতা ভালোই দুশ্চিন্তায় রেখেছে বাংলাদেশকে। সে দুশ্চিন্তার শুরুটা ছিল ওপেনিং থেকেই। শেষ অনেক দিন ধরেই দলকে ভালো শুরু এনে দিতে পারেননি নিয়মিত ওপেনাররা। 

বিজ্ঞাপন

তবে বিশ্বকাপের ঠিক আগে এসে সেই ওপেনিং জুটি জ্বলে উঠল। শুরু থেকে তানজিদ তামিম ছিলেন স্বরুপে। লিটন শুরুতে খোলসে ছিলেন বটে, কিন্তু সময়ের সাথে সাথে তিনিও আগ্রাসী রূপ ধারণ করেন। 

পাওয়ারপ্লেতে কোনো উইকেট খোয়ায়নি বাংলাদেশ। তুলেছে ৫৪ রান। পাওয়ারপ্লে শেষ হতেই দুজনের আগ্রাসন যেন বাড়ল আরেকটু। ১১ থেকে ১৪, এই চার ওভারে রান এসেছে যথাক্রমে ১২, ৮, ৮ আর ১৮। ফলে ১৪তম ওভার শেষ হতেই বাংলাদেশের ইনিংস ছুঁয়ে ফেলে তিন অঙ্ক। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বাংলাদেশ তুলেছে ১১২ রান।