ফিফটির পর ফিরলেন লিটন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শেষ কিছু দিন ধরেই তার ব্যাটে রান ছিল না। তবে লিটন দাস সে সময়টাকে পেছনে ফেলার ইঙ্গিতই দিলেন প্রস্তুতি ম্যাচে। দলকে ভালো শুরু এনে দিলেন। তুলে নিলেন ফিফটিও। তবে সে ফিফটিটাকে আরও বড় কিছুতে রূপ দিতে পারলেন না তিনি। ফিরেছেন ফিফটির একটু পরেই।

বাংলাদেশ ইনিংসের শুরুতে অবশ্য আগ্রাসী রূপে ছিলেন লিটনের সঙ্গে তানজিদ হাসান তামিমই। তবে একটু সময় নিতেই লিটন ধাতস্থ হলেন। তার ব্যাটও কথা বলতে থাকল সমানে। বাংলাদেশের রানরেটও উঠে গেল তরতরিয়েই। 

বিজ্ঞাপন

পাওয়ারপ্লেতে কোনো উইকেট দেননি দুই ওপেনার। দেননি পরের দশ ওভারেও। দুজনের ওপেনিং জুটি এ সময় তুলে নিয়েছে ১৩১ রান। দুই ওপেনার নিজেরাও তুলে নেন ফিফটি।

তবে এরপরই যেন ছন্দপতন হলো লিটনের। দুশন হেমন্তের অফ স্টাম্পের বাইরের বলে স্লগ সুইপ করে তিনি ক্যাচ তুলে দেন মাতিসা পাথিরানার হাতে। তবে ফেরার আগে তিনি করেছেন ৫৬ বলে ৬১ রান। বিশ্বকাপের ঠিক আগে তার ফর্মে ফেরাটাই তো দেখতে চায় বাংলাদেশ!