অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত আছেন নাজমুল শান্ত



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত জানান যে, তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব পালন করতে প্রস্তুত আছেন। পরিস্থিতি অনুযায়ী যদি তাকে এই বড় দায়িত্বটি পালন করতে হয় তাহলে বেশ ভালোভাবেই তিনি তা করে দেখাবেন।

চোটের কারণে পুনেতে অজিদের বিরুদ্ধে আজ মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপ সফরে অধিনায়কের দায়িত্বটি সাকিবের কাঁধেই ছিল। ভালোভাবে তা পালনও করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এই আসরে চোট বেশ ভুগিয়েছে তাকে। চোটের কারণে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে পারেননি সাকিব।

সাকিবের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন শান্ত। চোটের ফলে খেলতে না পারা দুইটি ম্যাচে সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্বটি পালন করেছেন তিনি। অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা যথাক্রমে ৭ ও ৮ উইকেটের বড় হার। তবে এই হারগুলো থেকেও অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন শান্ত, ‘দুটো ম্যাচই জিততে পারিনি। দুটোই বড় দলের বিপক্ষে ছিল তাই চাপ ছিল। আমার মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতে এগুলো কাজে দেবে।’

ওয়ানডেতে আর নেতৃত্ব দিবেন না সাকিব সেটি আগেই জানিয়ে দিয়েছেন। চোটের কারণে বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটিতেও মাঠের বাইরে থাকবেন সাকিব। তার অনুপস্থিতিতে ওয়ানডেতে বেশ ভালোই নেতৃত্ব দিয়ে দেখিয়েছেন নাজমুল শান্ত। এবার টেস্ট ক্রিকেটেও সেই দায়িত্ব নিতে প্রস্তুত আছেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই তো করছি (অধিনায়কত্ব)। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমি প্রস্তুত। যদি সুযোগ আসে, এটা ভালোভাবে করতেই প্রস্তুত।’

 

   

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের পর্দা ওঠার ঠিক আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টসে জিতে শুরুতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন রোহিত শর্মা।

নিউইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে এই ম্যাচ। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালাই করে নিবেন নাজমুল হোসেন শান্তরা।

ভারতের বিপক্ষের এই ম্যাচটিই হতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ। এর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও একটা প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের, কিন্তু বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল সে ম্যাচ।

প্রস্তুতিমূলক ম্যাচে দুই দলই স্কোয়াডের খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর অনুমতি পেয়ে থাকে। বাংলাদেশ এবং ভারতও আজ এমনটাই করবে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ এই ম্যাচের জন্য পুরোপুরি বিশ্রামে রেখেছে সদ্য চোট থেকে সেরে ওঠা তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে।

অপরদিকে ভারতের হয়ে আজ মাঠে দেখা যাবে না অভিজ্ঞ ও দলের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে। বাংলাদেশের বিপক্ষে এই প্রস্তুতিমূলক ম্যাচে থাকবেন না কোহলি এমনটা আগেই জানিয়েছিলেন তিনি।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

প্রস্তুতি ম্যাচে ভারত দলঃ

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

;

পেশাদার ক্রিকেট থেকে অবসরে গেলেন দীনেশ কার্তিক



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রায় দুই দশকের পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক। আজ (শনিবার) সন্ধ্যায় নিজের ৩৯তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই ঘোষণা দিলেন তিনি।

২০০৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল কার্তিকের। একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার।

নিজের স্বাক্ষরিত সে বার্তায় কার্তিক লিখেছেন, 'অবসরের বিষয়টা নিয়ে অনেক ভাবার পর আমি প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিচ্ছি এবং সামনে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছি।'

সবশেষ ভারতের জার্সিতে কার্তিককে দেখা গিয়েছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের বিপক্ষে অ্যাডিলেডে আন্তর্জাতিক ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। ভারতের জার্সিতে সব ধরণের ফরম্যাট মিলিয়ে মোট ১৮০টি ম্যাচে মাঠে নেমেছেন এই ক্রিকেটার।

নিজের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'আমার এই দীর্ঘ এই সফর যাদের কারণে সুন্দর এবং উপভোগ্য হয়ে উঠেছিল সেসব কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থ এবং সাপোর্ট স্টাফের সবাইকে ধন্যবাদ।'

আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে আর সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে তার চাহিদা ছিল ব্যাপক। সদ্য শেষ হওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে মাঠে ঝড় তুলেছেন, বেঙ্গালুরুর প্লে-অফে জায়গা করাতেও তার ছিল দারুণ ভূমিকা।

;

আবাহনীকে ধসিয়ে মোহামেডানের পাঁচে পাঁচ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথম চার রাউন্ডে টানা চার জয় নিয়ে একে অপরের মুখোমুখি হয়েছিল আবাহনী ও মোহামেডান। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই তেমন একটা উত্তাপ ছড়াল না। অনেকটা হেসেখেলেই আবাহনীকে ১১১ রানের বড় ব্যবধানে হারিয়ে জয়রথ অব্যাহত রেখেছে মোহামেডান।

এবারের নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ ছন্দে থাকা মুর্শিদা খাতুন আজও খেলেছেন দায়িত্বশীল ইনিংস। তাতে ১৮৮ রানের লড়াকু পুঁজি পেয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯.১ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় আবাহনী।

টস হেরে ব্যাটিংয়ে নামা মোহামেডান দুই ওপেনার জেসিয়া আক্তার এবং মুর্শিদা খাতুনের ব্যাটে দুর্দান্ত শুরু পায়। তাদের ৭৩ রানের জুটিতেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় আবাহনী। ৪১ রানে ফেরেন জেসিয়া। ৫ চারে ৭৮ বলে মুর্শিদার রান ৫৫।

শেষ দিকে সালমার ৩২ রানের ইনিংসের সুবাদে লড়াইয়ের রসদ পায় সাদাকালোরা।

আবাহনীর পক্ষে ৩৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার শরিফা খাতুন। নাহিদার ঝুলিতে যায় ২ উইকেট।

জবাব দিতে নেমে ছন্নছাড়া ব্যাটিংয়ে চোখে সর্ষেফুল দেখে আবাহনী। নিয়মিত উইকেট হারিয়ে গুটিয়ে যায় ৭৬ রানে। সর্বোচ্চ ২০ রান আসে রুবাইয়া হায়দার ঝিলিকের ব্যাটে।

মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন, রুমানা আহমেদ এবং আয়েশা রহমান।

;

জুয়ার দায়ে নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কারস। মোট ১৬ মাসের এই নিষেধাজ্ঞার মধ্যে প্রথম ৩ মাস পূর্ণ নিষিদ্ধ তিনি। অর্থাৎ ২০২৪ সালের ২৮ আগস্ট পর্যন্ত সকল ধরণের মাঠের খেলা থেকে বাইরে থাকতে হবে তাকে।

ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্সের বিরুদ্ধে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ভিন্ন ভিন্ন ক্রিকেট ম্যাচে ৩০৩টি বাজি রাখার অভিযোগ আনা হয়েছে৷ তবে কার্স যে খেলাগুলোয় অংশ নিচ্ছিলেন সেগুলোতে বাজি রাখেননি।‘

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের অনুমোদিত বিবৃতিতে বলেছে, ‘কার্সকে ২৮ মে ২০২৪ থেকে ২৮ আগস্ট ২০২৪-এর মধ্যে যে কোনো ধরণের ক্রিকেট খেলা থেকে স্থগিত করা হলো। তবে শর্ত আছে যে, যদি সে পরবর্তী দুই বছরের মধ্যে দুর্নীতিবিরোধী নিয়মের বিপরীতে আর কোনো অপরাধ না করেন তাহলে আর শাস্তির মুখোমুখি হবেন না।‘

ইসিবি আরও বলেছে, ‘আমরা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিই এবং ক্রিকেটে কোনো ধরনের দুর্নীতিমূলক কর্মকান্ড প্রশ্রয় দিই না। আমরা ক্রিকেট নিয়ন্ত্রকের সিদ্ধান্তকে সমর্থন করি এবং ব্রাইডন কার্সের ক্ষেত্রে তার বিপক্ষের কারণগুলোকে সমর্থন করি। সে তার কর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেছে এবং আমরা আশা করি পরবর্তীতে সে তার দায়িত্ব সম্পর্কে আরও বেশি সচেষ্ট হবে।‘

ডারহামের হয়ে ২০১৬ সালে কার্সের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। ২০২১ সালে তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে প্রথমবার ওডিআই ম্যাচে মাঠে নেমেছিলেন। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন৷ ক্যারিয়ারে মোট ১৪টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন ব্রাইডোন কার্স।

;