বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬ ক্রিকেটার



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মাঠের ক্রিকেটের হিসেব নিকেশ শেষ। এবার মাঠের বাইরে যে যার মতো হিসেব নিকেশ করার পালা। কে কাকে কোন জায়গায় খেলাবে? কেমন হবে কম্বিনেশন? কয়টা স্পিনার একাদশে থাকবে? এসব নিয়ে প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে দলগুলো ব্যস্ত ছিল। এবার মাঠের বাইরে ক্রিকেট বিশ্লেষকদের এবং দর্শকদের পালা নিজেদের বিশ্বকাপ একাদশ বানানোর।

টুর্নামেন্ট শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল– আইসিসি প্রকাশ করেছে আইসিসি টিম অব দ্য টুর্নামেন্ট। পুরো আসর জুড়ে আধিপত্য দেখানো ভারতের আধিপত্য এখানেও। একাদশের ছয়টা নামই তাদের দখলে। আছে প্রত্যাশিত নামগুলোই। তবে বাংলাদেশ, পাকিস্তান, নেদারল্যান্ডস, ইংল্যান্ড চমকে দেওয়া আফগানিস্তানের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।

এই একাদশ নির্বাচনের সিলেকশন প্যানেলে ছিলেন ইয়ান বিশপ, শেন ওয়াটসন, নারী ধারাভাষ্যকার কাস নাইডু, আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খাঁন এবং ভারতীয় সাংবাদিক সুনিল বৈদ্য।

ওপেনিং পজিশনে আছেন টিম ইন্ডিয়ার কাপ্তান এবং ওপেনার রোহিত শর্মা। নিজেকে ভেঙে গড়া রোহিত এবার ১১ ইনিংসে ৫৪.২৭ গড়ে করেছেন ৫৯৭ রান। যেটা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেট ১২৫.৯৪। নামের পাশে এক সেঞ্চুরি আর তিন অর্ধশতক।

ওপেনিংয়ে রোহিতের সঙ্গী প্রোটিয়া ওপেনার এবং উইকেট কিপার কুইন্টন ডি কক। ব্যাট হাতে ৫৯.৪০ গড়ে ১০৭.০২ স্ট্রাইক রেটে করেছেন তৃতীয় সর্বোচ্চ ৫৯৪ রান। সেই সাথে গ্লাভস হাতে নিয়েছেন ১৯ ক্যাচ আর নয় স্টাম্পিং। শতক হাঁকিয়েছেন চারটা।

তিনে থাকা বিরাট ব্যাট হাতে করেছেন এক বিশ্বকাপে রেকর্ড ৭৬৫ রান। তিন সেঞ্চুরির সাথে ছিল ছয়টা ফিফটি। তার ব্যাটিং গড় ছিল ৯৫.৬২ আর স্ট্রাইক রেট ৯০.৩১। সেই সাথে ৫ ক্যাচ আর এক উইকেট। হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট।

ফিল্ডিংয়ে সর্বোচ্চ ১১ ক্যাচ আর ৫৫২ রান করায় চারে জায়গা দেওয়া হয়েছে কিউই ব্যাটার ড্যারিল মিচেলকে। ৬৯ গড় আর ১১১.০৬ স্ট্রাইক রেটের সাথে দুই সেঞ্চুরি আর দুই ফিফটিতে করেছেন এই রান।

৭৫.৩৩ গড়ে ৪৫২ রান করা ভারতীয় উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল আছেন একাদশে। ভারতকে ফাইনালে নিতে মিডল অর্ডারে তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

অজিদের সেমির রাস্তা সোজা হয়েছিলো ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরির মহা-ঐতিহাসিক ইনিংস দিয়ে। এছাড়াও ডাচদের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির। ব্যাট হাতে ১৫০.৩৭ স্ট্রাইক রেট আর ৬৬.৬৬ গড়ে ৪০০ রান। বল হাতে নিয়েছেন সাত উইকেট। ছয় নম্বর পজিশনটা তাই তার জন্যই বরাদ্দ।

নাম্বার সেভেনে আছেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ৪০ গড় আর ১০১.৬৯ স্ট্রাইক রেটে করেছেন ১২০ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ম্যাচ জেতানো অপরাজিত ৩৯ রানের ইনিংস। বল হাতে নিয়েছেন ১৬ উইকেট। ফিল্ডিংয়ে নিয়েছেন সাত ক্যাচ।

পেস আক্রমণের নেতার নাম মোহাম্মদ শামি। প্রথম চার ম্যাচে একাদশেই ছিলেন না। এরপর ছয় ইনিংসে ২৩ উইকেট নিয়ে দলকে ফাইনালে তুলেছেন। সেমিতে নিয়েছেন সাত উইকেট। সবমিলিয়ে সাত ইনিংসে ২৪ উইকেট। যেটা টুর্নামেন্টে সর্বোচ্চ। বোলিং গড় ১০.৭০ স্ট্রাইক রেট ১২.২০। পাঁচ উইকেট তিনবার। চার উইকেট একবার।

আরেক ইন্ডিয়ান জাসপ্রিত বুমরাহ এই একাদশে জায়গা করে নিয়েছেন ২০ উইকেট শিকার করে। সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন একবার। ছিলেন ধারাবাহিক। গড় ১৮.৬৫।

এই একাদশের আরেক পেসার লঙ্কান দিলশান মধুশঙ্কা। বিশ্বকাপে এই বাঁহাতি পেসারের ৯ ইনিংসে শিকার ২১ উইকেট। পাঁচ উইকেট আর চার উইকেট একবার করে।

এই একাদশের অবশিষ্ট ক্রিকেটার অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। অজিদের শিরোপা জয়ে যার ভূমিকা ছিল মহাগুরুত্বপূর্ণ। ১১ ইনিংসে নিয়েছেন ২৩ উইকেট। চার উইকেট নিয়েছেন তিন বার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন প্রোটিয়া ইয়াং স্টার জেরাল্ড কোয়েৎজে। আট ইনিংসে তার শিকার ২০ উইকেট।

   

যুক্তরাষ্ট্রের ১৪ শহরে ২০২৪ কোপা আমেরিকা 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার ৪৮তম আসর গড়াবে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির আয়োজক হতে যাচ্ছে দেশটি। এর আগে ২০১৬ সালের আসরে প্রথমবারের মতো কোপার আয়োজক দেশ হয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছিল চিলি।

আয়োজক দেশ সাধারণত বেশ আগেই ঠিক হয়ে থাকে। তবে আসর শুরুর ছয় মাস আগে জানা গেল কোন শহরগুলোতে গড়াবে ম্যাচগুলো। যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে অনুষ্ঠিত হবে আসন্ন এই আসর। যেখানে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে। 

সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)

আগামী বছরের ২০ জুন থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে আসরটি। সেখানে ১৬ দেশের অংশগ্রহণে মোট ম্যাচ হবে ৩২টি। প্রথম সেমি-ফাইনাল ম্যাচটি হবে নিউ জার্সির পূর্ব রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে এবং পরেরটি নর্থ ক্যারোলিনার শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে। শেষ আটের ম্যাচগুলো হবে আর্লিংটন, হিউস্টন, লাস ভেগাস ও গ্লেনডেলে।

এছাড়াও আসরের বাকি আয়োজক শহরগুলো লাস ভেগাস, অরল্যান্ডো, সান্তা ক্লারা, ইঙ্গেলউড, কানসাস সিটি, মিসৌরি অ্যান্ড কানসাস সিটি ও কানসাস। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ২০২৪ আসরের ড্র। 

কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ ২০২১ আসরের ব্রাজিলের ঘরের মাঠে তাদের ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিলেন মেসি-দি মারিয়ারা। 

;

প্রিমিয়ার লিগে আর্সেনালের ম্যাচ ছাড়াও টিভিতে যা থাকছে আজ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আজ থেকে (মঙ্গলবার) শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের ম্যাচ ছাড়াও টিভিতে যা যা থাকছে।

 

বাংলাদেশ ক্রিকেট লিগ

দক্ষিণাঞ্চল–পূর্বাঞ্চল

সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

মধ্যাঞ্চল–উত্তরাঞ্চল

সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

 

স্বাধীনতা কাপ (কোয়ার্টার ফাইনাল)

মোহামেডান–চট্টগ্রাম আবাহনী

দুপুর ১টা ৩০ মিনিট, টি স্পোর্টস

বসুন্ধরা কিংস–সেনাবাহিনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

উলভারহ্যাম্পটন–বার্নলি

রাত ১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লুটন টাউন–আর্সেনাল

রাত ২টা ১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২

;

ইতিহাস গড়তে চান জ্যোতিরা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
সংগৃহীত

সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রবিবার ১৩ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৫ উইকেট তুলে নিয়ে নতুন রেকর্ডও গড়েছেন স্পিনার স্বর্ণা আক্তার।

দলের ভালো পারফরম্যান্সে উচ্ছসিত কোচ এবং সমর্থকরা। নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রাখার আনন্দ ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। তবে এই জয়েই সীমাবদ্ধ নয়, বরং আসন্ন ম্যাচগুলোতেও জয় তুলে নিয়ে সিরিজ জিতে দেশে ফেরত আসতে চায় বাংলাদেশের নারী ক্রিকেট দল।

প্রথম ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘দল হিসেবে আমরা ভালো খেলেছি এবং ফল পেয়েছি। তবুও আমরা কিছু ভুল করেছি যেগুলো করা উচিত হয়নি। সামনের ম্যাচে আমাদের আরো ভালো ক্রিকেট খেলতে হবে। অনেক দূরের চিন্তা করবো না। আপাতত আমাদের সামনে যে দিনটি আসছে, যে ম্যাচটি আসছে সেটাই গুরুত্বপূর্ণ। সেদিন যে ভুলগুলো করেছি, ব্যাটিং আমরা ৪০টির বেশি ডট বল খেলেছি, সেগুলো কমাতে হবে। বোলারদের আরো শৃঙ্খল হতে হবে। তাহলে ভালো কিছু হবে। নিজেদের কিভাবে আরো ভালোভাবে শো করাতে পারি সেজন্য আমাদের কষ্ট করতে হবে।’

৫ উইকেট তুলে নেওয়া স্বর্ণাকেই জয়ের মূল কারিগর হিসেবে বলেছেন অধিনায়ক জ্যোতি, ‘স্বর্ণা যেভাবে বোলিং করেছে, ওই জায়গায় সে কিন্তু প্রতিনিয়ত এতো বেশি বল করে না। আমার অপশনাল বোলার সে। কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং সে করেছে।’

বিচক্ষণতার সঙ্গে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা কাজে লেগেছে বলে খুব খুশি বাংলাদেশ দলের অধিনায়ক। তিনি বলেন, ‘আমার জন্য সিদ্ধান্তটা একটু কঠিন ছিল কারণ রাবেয়া আমার মূল বোলার। ওকে রেখে স্বর্ণাকে ওই ওভারে নিয়ে এসেছি। যেটা দেখলাম ও জোরের ওপর বল করে। ধারাবাহিক একটা জায়গায় বল করতে পারে। ওই ফাঁদ পেতে আমরা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আটকানোর চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে আমি যেই গ্যাম্বলিংটা করেছি ওটা কাজে দিয়েছে।’

বেনোনিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২০ ওভারে তারা ২ উইকেট হারিয়ে করে ১৪৯ রান। মুর্শিদার ব্যাট থেকে আসে ৬২ রান। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকাকে ১৩৬ রানে আটকে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে জ্যোতির দল।

দক্ষিণ আফ্রিকার মাঠে দর্শকদের এত সমর্থন পেয়ে বেশ অবাক এবং আনন্দিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি খুবই বিস্মিত হয়েছি এতো দর্শক দেখে! তারা যেভাবে বাংলাদেশ বাংলাদেশ করছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে সমর্থন জুগিয়েছে, আনকন্ডিশনাল সাপোর্ট। তাদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের বাইরে এসেও এতো ভালোবাসা ও সাপোর্ট পাওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।‘

৬ ডিসেম্বর কিম্বারলিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। সেই ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করা এখন তাদের লক্ষ্য।

;

বাংলাদেশ দলের সঙ্গে সানোয়ার



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
সংগৃহীত

সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র পার্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার মোঃ সানোয়ার হোসেনকে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের টিম ম্যানেজারের দায়িত্ব প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৮ থেকে ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিমের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

২০২৪ সালে আইসিসি অনূর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপেও সানোয়ার হোসেন টিমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। আগামী ৬ ডিসেম্বর বিজি৩৪৭ ফ্লাইটে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিম ঢাকা থেকে দুবাই যাত্রা করবে।

১৯৯৮ সালে ঢাকায় ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ফিফটি করেন তিনি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৩ ওয়ানডে বিশ্বকাপের জন্যও দলে সুযোগ পেয়েছিলেন সানোয়ার, যেখানে তিনি ছয় ইনিংসে মাত্র ৬৩ রান করেছিলেন।

২০০৪ সালে সানোয়ার হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ শুরু করেছিলেন। তবে একই বছর নভেম্বরে বিমান সংস্থা থেকে ছুটি পাওয়ার পরে ভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলে তাকে ফিরিয়ে আনা হয়েছিল।

এর আগে ২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। ৮ ডিসেম্বর (শুক্রবার) শুরু হবে আসন্ন টুর্নামেন্টটি। ডিসেম্বরের ১৭ তারিখ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল।

এই আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের মুখোমুখি হতে হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপানের। ৯ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে মাঠে গড়াবে বাংলাদেশের প্রথম ম্যাচ।

আসন্ন টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এছাড়াও ৩ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। দলের নিয়মিত সকলকে নিয়েই গঠন করা হয়েছে এই স্কোয়াড।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরাণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান, রোহানাত দোউল্লাহ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাইঃ রিজান হোসেন, নাইম আহমেদ, জেহাদুল হক।

;