দিনের শুরুতে টিম সাউদি ও কাইল জেমিসনের সাবলীল ব্যাটিংয়ে স্বাগতিকদের ছাড়িয়ে বড় লিডের আশা দেখে কিউইরা। তবে সেখানে দ্রুতই জল ঢেলেছে মমিনুল হক। আগে দিন নিয়েছিলেন গ্লেন ফিলিপসের গুরুত্বপূর্ণ উইকেট। এরপর আজকে কিউইদের বাকি দুই উইকেটও তুলে নেন তিনি। এতে স্বাগতিকদের ৩১০ রান ছাড়িয়ে নামমাত্র ৭ রানের লিড পায় নিউজিল্যান্ড।
মমিনুল ম্যাজিকের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটাও হয়েছে ভালো। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ১০ ওভারে বিনা উইকেটে ১৯ রান করেছে স্বাগতিকরা।
২৬৬ রান নিয়ে দিন শুরু করে কিউইরা। দ্রুতই ফিরবেন এমন আশঙ্কা করা হলেও জেমিসন-সাউদির ফিফটি পেরোনো জুটিতে তখন সফরকারীদের ৫ রানের লিড। এরপরই আরও একবার মমিনুল ম্যাজিক। লেগ বিফোরের ফাঁদে ফেলে জেমিসনকে (২৩) ফিরিয়ে ভাঙেন নবম উইকেটে তাদের গুরুত্বপূর্ণ ৫২ রানের জুটি। সেই ওভারের পঞ্চম বলেই সাউদিকে করেন বোল্ড।
৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ধিরস্থিরভাবেই এগোচ্ছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। ১৪ রানে ব্যাট করেছেন জাকির, জয় অপরাজিত আছেন ৫ রানে।