বাল্যকালের ক্লাবের বিপক্ষে খেলবেন মেসি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বার্সেলোনারও আগে বয়সভিত্তিক ফুটবলে লিওনেল মেসির অভিষেক হয়েছিল আর্জেন্টিনায়, সেখানকার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে। সেই ক্লাবের বিপক্ষে এবার প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলবেন মেসি। তার দল ইন্টার মায়ামি ঘোষণা দিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে নিজেদের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে খেলবে দুই দল। আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে উত্তর আমেরিকা-দক্ষিণ আমেরিকার দুই দল।

নিউওয়েলস মেসির শহর রোজারিওর ক্লাব, যেখানে মেসির জন্ম, বেড়ে ওঠা। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় চলে যাওয়ার আগে ক্লাবটির যুব দলে খেলেছিলেন মেসি।
শুধু কি মেসি, ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনোও তো রোজারিওর, খেলেছেন ওই নিউওয়েলসে, কোচিং ক্যারিয়ারেও একটা বড় সময় ছিলেন এই ক্লাবটির দায়িত্বে।

তিনি বলেন, 'নিউওয়েলসকে মিয়ামিতে আমাদের ঘরের মাঠে স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। নিউওয়েলস আমার কাছে বিশেষ কিছু, সে কারণে ম্যাচটাও হতে চলেছে বিশেষ কিছুই। সামনে আমাদের জন্য একটা দারুণ মৌসুম অপেক্ষা করছে। তার আগে এটা প্রস্তুতির ভালো একটা উপলক্ষ হবে।'

মেসিদের প্রাক মৌসুমটাও বেশ ব্যস্ত। মায়ামি আগামী ১৯ জানুয়ারিই নেমে যাবে মাঠে। সান সালভাদরে খেলবে এল সালভাদর জাতীয় দলের সঙ্গে। এরপর সৌদি আরবে যাবে দলটা। সেখানে কারিম বেনজেমাদের আল হিলাল, ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষের খেলবে মায়ামি। সে ম্যাচ দুটো শেষে মায়ামি যাবে হংকং ও টোকিওতে। এরপর মৌসুম শুরুর ঠিক আগে দলটি খেলবে নিউওয়েলসের বিপক্ষে।

   

বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারাল ভারত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

১০ রান তুলতে ৩ উইকেট নেই। ম্যাচটা তো ওখানেই শেষ হয়ে গিয়েছিল! বাংলাদেশ অবশ্য শেষ পর্যন্ত ভারতের ১৮২ রানের জবাবে ১২০ রান করতে পেরেছে। তাতে ৬২ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে যবনিকা টেনেছে নাজমুল হোসেন শান্তর দল। 

টস জিতে ব্যাট করতে নামা ভারতকে ভালো শুরু এনে দিতে পারেননি সাঞ্জু স্যামসন আর রোহিত শর্মা। ভারত এরপর পাওয়ারপ্লেতে উতরে গেছে ঋষভ পান্তের কল্যাণে। দীর্ঘ দিন পর ভারত দলে ফেরা পান্ত ৩২বলে ৫৩ রান করেন। এরপর তিনি অবসরে যান স্বেচ্ছায়। শিভাম দুবের কাছে সুযোগ এসেছিল তার আইপিএল ফর্মটা ভারতের হয়ে দেখানোর, তবে তিনি আউট হন ১৬ বলে ১৪ রান করে। 

সূর্যকুমার ১৮ বলে ৩১ রানের ইনিংসে খেলেছেন বেশ কিছু আত্মবিশ্বাসী শট। এরপর হার্দিক পান্ডিয়া ইনিংসের শেষের দিকে বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তার ৪০ রানের ক্যামিও ভারতকে এনে দেয় ১৮০ ছাড়ানো পুঁজি।

বাংলাদেশ এই ইনিংসে অনেক বোলারদের চেষ্টা করেছে, সঙ্গে পরীক্ষানিরীক্ষাও চালিয়েছে বেশ। শেখ মেহেদী বেশ ভালো বোলিং করেছেন, ৪ ওভারে দিয়েছেন ২২ রান, উইকেটও পেয়েছেন একটি। শরিফুলও খারাপ ছিলেন না। শুরুটা বেশ ভালো করেছিলেন। তবে শেষ দিকে তার পাওয়া চোট বাংলাদেশকে নতুন ভাবনায় ফেলতে পারে।সাকিবের বোলিংও দুর্ভাবনা এনে দিতে পারে বাংলাদেশকে। ৪ ওভারে তিনি দিয়েছেন ৪৭ রান।

তবে সেসব দুর্ভাবনা কোনো ভাবেই দলের ব্যাটিং নিয়ে দুর্ভাবনাকে ছাপিয়ে যেতে পারবে না। ম্যাচটায় বাংলাদেশ নেমেছিল টপ অর্ডারের ফর্মহীনতাকে মাথায় করে। আজও সেটা সিন্দাবাদের ভূতের মতো দলকে তাড়া করে ফিরল। শুরুতে সৌম্য সরকার আরশদীপ সিংয়ের শিকার হলেন, এরপর লিটন দাসও। একটু পর নাজমুল হোসেন শান্তও যখন মোহাম্মদ সিরাজের শিকার বনে সাজঘরমুখো, তখন দলের রান মোটে ১০। 

তাওহিদ হৃদয় ১৪ বলে ১৩ আর তানজিদ তামিম ১৮ বলে ১৭ করে ফিরলেন যখন এক ওভারের এদিক ওদিকে, দলের রান তিন অঙ্কে যাবে কি না, তা নিয়েও জেগেছিল শঙ্কা। তবে ৫৯ বলে ৭০ রানের জুটিতে সেটা দূর করেছেন সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ। ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ উঠে গেছেন অন্যদের সুযোগ করে দিতে। এরপর সাকিব ফিরেছেন ৩৫ বলে ২৮ রানের ইনিংস খেলে। শেষ দিকে রিশাদ হোসেন আর জাকের আলিও এক অঙ্কে ফিরে এলে বাংলাদেশ ১২০ রানে থামে ৯ উইকেট হারিয়ে। 

;

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল ভারত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি ভারত ও বাংলাদেশ। দুই দল তাদের শক্তিসামর্থ্যগুলো শেষ বারের মতো বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছে আজ। এই লড়াইয়ে ভারত টস জিতে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসের দেখা পেয়েছে বেশ। ৫ উইকেট খুইয়ে তুলেছে ১৮২ রান। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়াচ্ছে ১৮৩ রানের।

টস জিতে ব্যাট করতে নামা ভারতকে ভালো শুরু এনে দিতে পারেননি সাঞ্জু স্যামসন আর রোহিত শর্মা। ভারত এরপর পাওয়ারপ্লেতে উতরে গেছে ঋষভ পান্তের কল্যাণে। দীর্ঘ দিন পর ভারত দলে ফেরা পান্ত ৩২বলে ৫৩ রান করেন। এরপর তিনি অবসরে যান স্বেচ্ছায়। শিভাম দুবের কাছে সুযোগ এসেছিল তার আইপিএল ফর্মটা ভারতের হয়ে দেখানোর, তবে তিনি আউট হন ১৬ বলে ১৪ রান করে। 

সূর্যকুমার ১৮ বলে ৩১ রানের ইনিংসে খেলেছেন বেশ কিছু আত্মবিশ্বাসী শট। এরপর হার্দিক পান্ডিয়া ইনিংসের শেষের দিকে বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তার ৪০ রানের ক্যামিও ভারতকে এনে দেয় ১৮০ ছাড়ানো পুঁজি।

বাংলাদেশ এই ইনিংসে অনেক বোলারদের চেষ্টা করেছে, সঙ্গে পরীক্ষানিরীক্ষাও চালিয়েছে বেশ। শেখ মেহেদী বেশ ভালো বোলিং করেছেন, ৪ ওভারে দিয়েছেন ২২ রান, উইকেটও পেয়েছেন একটি। শরিফুলও খারাপ ছিলেন না। শুরুটা বেশ ভালো করেছিলেন। তবে শেষ দিকে তার পাওয়া চোট বাংলাদেশকে নতুন ভাবনায় ফেলতে পারে।

সাকিবের বোলিংও দুর্ভাবনা এনে দিতে পারে বাংলাদেশকে। ৪ ওভারে তিনি দিয়েছেন ৪৭ রান।

তবে লক্ষ্যটা স্রেফ ১৮৩ রানের। বাংলাদেশ এটা তাড়া করতেই চাইবে। যদি সফলতা মেলে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে বহুগুণে।

;

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের পর্দা ওঠার ঠিক আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টসে জিতে শুরুতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন রোহিত শর্মা।

নিউইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে এই ম্যাচ। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালাই করে নিবেন নাজমুল হোসেন শান্তরা।

ভারতের বিপক্ষের এই ম্যাচটিই হতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ। এর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও একটা প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের, কিন্তু বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল সে ম্যাচ।

প্রস্তুতিমূলক ম্যাচে দুই দলই স্কোয়াডের খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর অনুমতি পেয়ে থাকে। বাংলাদেশ এবং ভারতও আজ এমনটাই করবে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ এই ম্যাচের জন্য পুরোপুরি বিশ্রামে রেখেছে সদ্য চোট থেকে সেরে ওঠা তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে।

অপরদিকে ভারতের হয়ে আজ মাঠে দেখা যাবে না অভিজ্ঞ ও দলের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে। বাংলাদেশের বিপক্ষে এই প্রস্তুতিমূলক ম্যাচে থাকবেন না কোহলি এমনটা আগেই জানিয়েছিলেন তিনি।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

প্রস্তুতি ম্যাচে ভারত দলঃ

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

;

পেশাদার ক্রিকেট থেকে অবসরে গেলেন দীনেশ কার্তিক



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রায় দুই দশকের পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক। আজ (শনিবার) সন্ধ্যায় নিজের ৩৯তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই ঘোষণা দিলেন তিনি।

২০০৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল কার্তিকের। একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার।

নিজের স্বাক্ষরিত সে বার্তায় কার্তিক লিখেছেন, 'অবসরের বিষয়টা নিয়ে অনেক ভাবার পর আমি প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিচ্ছি এবং সামনে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছি।'

সবশেষ ভারতের জার্সিতে কার্তিককে দেখা গিয়েছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের বিপক্ষে অ্যাডিলেডে আন্তর্জাতিক ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। ভারতের জার্সিতে সব ধরণের ফরম্যাট মিলিয়ে মোট ১৮০টি ম্যাচে মাঠে নেমেছেন এই ক্রিকেটার।

নিজের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'আমার এই দীর্ঘ এই সফর যাদের কারণে সুন্দর এবং উপভোগ্য হয়ে উঠেছিল সেসব কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থ এবং সাপোর্ট স্টাফের সবাইকে ধন্যবাদ।'

আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে আর সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে তার চাহিদা ছিল ব্যাপক। সদ্য শেষ হওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে মাঠে ঝড় তুলেছেন, বেঙ্গালুরুর প্লে-অফে জায়গা করাতেও তার ছিল দারুণ ভূমিকা।

;