‘অনুশীলন করছি, দেখা যাক কী হয়’

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

ব্যাট হাতে পুরোদস্তুর মলিন সময় পার করছেন লিটন দাস। সাদা বলের দুই ফরম্যাটে নিজের শেষ ৫ ম্যাচে করেছেন স্রেফ ১০৬ রান। যেখানে নেই কোনো ফিফটির দেখা। সেই ছাপ শুরু থেকেই যেন পড়লো বিপিএলেও। পেয়েছেন দেশের ফ্রাঞ্চাইজি লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়কত্ব। তবে নেতৃত্ব ছাপিয়ে নিজের ব্যাটিংটা নিয়ে এবার আলাদা করতে ভাবতেই হচ্ছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। 

বিজ্ঞাপন

আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে শুরুটা ভালো পেলেও তা কাজে লাগাতে পারেননি লিটন। আউট হয়েছেন ১৯ বলে ১৩ রান করে। পরের ম্যাচেও প্রায় একই দশা। মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে ১৯ বলে করেছেন ১৪ রান। দুই ম্যাচে ৩৮ বল খেলে করেছেন ২৭ রান। যা স্বল্প ফরম্যাটে বেমানান তো বটেই, ওপেনার হিসেবে তা আরও বেমানান। 

ব্যাটে নিজের ছন্দ ফিরে পেতে যে সংগ্রাম চালাচ্ছেন তা নিজেও স্বীকার করলেন এই ডানহাতি ব্যাটার। 

বিজ্ঞাপন

সেই প্রসঙ্গেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘না, অবশ্যই পারছি না। আমি যেই ধরণের ব্যাটিং করি, শেষ দুই ম্যাচের একটাতেও করতে পারিনি। তবে চেষ্টা করেছি, অনুশীলন করছি। দেখা যাক কী হয়।’

ঢাকা পর্ব শেষে এবার বিপিএল সিলেটের পথে। আগামী ২৬ জানুয়ারি সিলেট পর্বের প্রথম দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রতিপক্ষ স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। সেখানে সিলেটের স্পোর্টিং উইকেটে ব্যাটিংয়ে নিজেদের ছন্দ ফিরিয়ে আনার প্রচেষ্টায় থাকবে লিটনের, সঙ্গে নেতৃত্বে শতভাগ দিয়ে দলের জয়ের ধারা বজায় রাখতেও।