ঢাকা পর্ব শেষে তলানিতে সিলেট, শীর্ষে খুলনার টাইগাররা 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা টাইগার্স আলাদা করেই নজরে। দুই ম্যাচের দুই জয় নিয়ে এখন পর্যন্ত আসরের একমাত্র দল হিসেবে শতভাগ জয় তাদের। ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই সিলেটে যাচ্ছে তারা। এরপরেই আছে চট্টগ্রাম। মাঝে এক ম্যাচ হারলেও তারা শেষ ম্যাচে পেয়েছে দারুণ এক জয়। চট্টগ্রাম পেয়েছে ৪ পয়েন্ট। যদিও রানরেটে খুলনার পেছনে থাকতে হচ্ছে তাদের। 

রংপুর রাইডার্স তিনে জায়গা দখলে নিয়েছে। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও ধুঁকছিল। তবে বাবর আজমের ব্যাটে ভর করে জয় পেয়েছে তারা। উঠে এসেছে তালিকার তিনে। চার নম্বরে আছে দুর্দান্ত ঢাকা। কুমিল্লার বিপক্ষে চমক দেখিয়ে জয় পেলেও, চট্টগ্রামের কাছে হারতে হয়েছে তাদের। 

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে ঢাকার কাছে হারের পর জয় পেয়েছে কুমিল্লা। তারা আছে পাঁচে। আর প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে ৬ষ্ঠ স্থানে আছে ফরচুন বরিশাল। আর একেবারে তলানিতে আছে পরের পর্বের আয়োজক সিলেট। স্ট্রাইকার্রাস হারল দুটিতেই!

ঢাকা পর্বে দিনের ম্যাচে রান কম উঠেছে। তবে রাতের ম্যাচে রান হয়েছে প্রত্যাশা মতোই। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। শেষ হবে ৩ ফেব্রুয়ারি। তারপর ফের ঢাকায় ফিরবে বিপিএল!  

বিজ্ঞাপন

বিপিএলের পয়েন্ট টেবিল

নাম                   ম্যাচ        জয়         হার         পয়েন্ট      নেট রানরেট

খুলনা টাইগার্স          ২           ২           ০           ৪            ০.৮৩

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স       ৩          ২           ১           ৪           ০.২৫

রংপুর রাইডার্স         ২           ১           ১            ২            ০.১৬

দুর্দান্ত ঢাকা             ২           ১           ১           ২            -০.১৪

কুমিল্লা ভিক্টোরিয়ান্স   ২           ১           ১           ২            -০.১৪

ফরচুন বরিশাল         ৩          ১           ২           ২             -০.১৫

সিলেট স্ট্রাইকার্স        ২           ০           ২           ০          -০.৮৫