চ্যাম্পিয়নদের হারাতে সিলেটের চাই ১৩১

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা পর্বে ব্যাটিং নিয়ে ভুগতে হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। সিলেট পর্বেও সে চিন্তা পিছু ছাড়ল না তাদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে ১৩০ রান করে থামতে হয়েছে তাদের।

টসে হেরে আগে ব্যাট করতে নামা কুমিল্লাকে শুরু থেকেই চেপে ধরেছিল সিলেটের বোলাররা। ইনিংসের প্রথম ওভারেই কুমিল্লার অধিনায়ক লিটন দাসকে (৮) লেগ বিফোরের ফাঁদে ফেলেন বেন কাটিং।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়ে অধিনায়ককে হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান এবং ইমরুল কায়েস। তবে সপ্তম এবং নবম ওভারে রিজওয়ান এবং ইমরুলকে তুলে নিয়ে সিলেটকে ম্যাচে ফেরান স্পিনার সামিট প্যাটেল।

২৮ বলে ৩০ রান করে ফেরেন ইমরুল। ১৪ রানেই ইনিংস শেষ হয় রিজওয়ানের। তবে এই দুই ব্যাটার ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কুমিল্লার ব্যাটিং অর্ডার।

দুই মিডল অর্ডার ব্যাটার খুশদিল শাহ (২১) এবং জাকের আলী (২৯) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তাতে রানের গতি খুব একটা বাড়েনি। শেষ পর্যন্ত তাই মাঝারি মানের সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

সিলেটের পক্ষে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সামিট প্যাটেল।