বিপিএল মাঝে ডাক পেলেন সানজামুল, খেলবেন সিলেটের হয়ে
বিপিএলের মাঝপথে এর আগে ডাক পেয়েছিলেন দেশিয় ক্রিকেটার জিয়াউর রহমান। তাকে দলে নেয় বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার আসর চলাকালীন দল পেলেন জাতীয় দলের হয়ে খেলা আরও এক ক্রিকেটার সানজামুল ইসলাম।
এর আগে চলমান দশম আসরের প্লেয়ার ড্রাফটে দল পেয়েছিলেন না সানজামুল। তবে আসর শুরু সপ্তাহ দুয়েক পর এই বাঁহাতি স্পিনারকে দলে ভেড়াল সিলেট স্ট্রাইকার্স। অনুশীলনে চোট পাওয়া সিটি ক্লাবের ব্যাটার জাওয়াদ মোহাম্মাদের পরিবর্তে ডাক পেলেন সানজামুল।
জাতীয় দলের সেভাবে নিজের সুযোগ তৈরি করতে পারেননি এই বাঁহাতি স্পিনার। খেলেছেন কেবল একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচে। এতে নিজেকে জাতীয় পর্যায়ে আবারও প্রমাণ করতে এই সুযোগকে সেভাবেই কাজে লাগাতে চাইবেন তিনি।
আসরের এই অবস্থায় সবচেয়ে বাজে অবস্থানে আছে সিলেট। হেরেছে পাঁচ ম্যাচের পাঁচটিতেই। এতে তালিকার তলানিতে থাকা দলটি কুঁড়ে বেড়াচ্ছে তাদের প্রথম জয়। এদিকে, খুলনার টাইগাররা আছে মরুর বিপরীতে। চার ম্যাচের চারটিতেই জিতে তারা আছে তালিকার শীর্ষে।