মিঠুনের ‘ক্যাপ্টেনস নকে’ সিলেটের লড়াকু সংগ্রহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অধিনায়কত্ব পেয়েই জ্বলে উঠল মোহাম্মদ মিঠুনের ব্যাট। ধুঁকতে থাকা দলকে নতুন আশার কিরণ দেখাতে ব্যাট হাতে খেললেন দায়িত্বশীল ইনিংস। তার ফিফটিতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ২০ ওভারে ১৪২ রান করেছে প্রথম জয়ের খোঁজে থাকা সিলেট স্ট্রাইকার্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা। কিন্তু ব্যাটিংয়ে সিলেটের শুরুটা কোনো অংশে দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। ১৩ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে আবারও ব্যাটিং ধসের শঙ্কায় পড়ে তারা।

বিজ্ঞাপন

চতুর্থ উইকেটে ৫৭ রানের জুটি গড়ে সে শঙ্কা দূর করেন অধিনায়ক মিঠুন এবং ইংলিশ অলরাউন্ডার সামিট প্যাটেল। আরাফাত সানির বলে গুলবাদিন নাইবের তালুবন্দি হয়ে ফেরার আগে ৩২ বলে ৩২ রান করেন সামিট।

তবে ছন্দে থাকা মিঠুন চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে পৌঁছে যান ৫৯ রান পর্যন্ত। ৪৬ বলে খেলা তার এই ইনিংসে ছিল ৪টি চার এবং তিনটি ছক্কা। এর সঙ্গে শেষদিকে আরিফুল হকের ৯ বলে ২১ রানের ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় সিলেট।

ঢাকার পক্ষে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন শরিফুল ইসলাম। দুই উইকেট পান বাঁহাতি স্পিনার আরাফাত সানি।