তবু নাপোলিকে নিয়ে সতর্ক জাভি
আজ রাতে বার্সেলোনা মুখোমুখি হবে নাপোলির। এই ম্যাচের আগে নাপোলি আছে বেশ টালমাটাল অবস্থায়। কোচ বদল হয়েছে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে। তবু অবশ্য বার্সা কোচ জাভি বেশ সতর্কই আছেন প্রতিপক্ষকে নিয়ে।
জাভি বলেন, ‘নাপোলি যেভাবে কোচ বদলেছে, তা অবাক করার মতো বিষয়। তাদের হয়তো কারণ ছিল। কিন্তু এটা এমন একটা ম্যাচ, যার প্রস্তুতি নেওয়া কঠিন। কারণ আমরা জানি না এখানে কী হতে যাচ্ছে!’
তিনি বলেন, ‘নতুন কোচ দলটাকে ভালোভাবে জানেন। কিন্তু আমি জানি না, কোন ট্যাকটিকাল সিস্টেমে তিনি দলকে খেলাবেন।’
তবে জাভি জানালেন, তার দল মনোযোগ দিচ্ছে নিজেদের খেলাতেই। বললেন, ‘আমাদের নিজেদের খেলার ধরনে মনোযোগ দেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমরা তাই করতে চাই। আমাদের কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ।’
গেল মৌসুমে ভিক্তর ওশিমেন আর কুইচা কেভারাৎশখেইয়ারা ছিলেন দারুণ ফর্মে। সঙ্গে মাতেও পলিতানোও বেশ ভালো সমর্থন যোগাচ্ছিলেন তাদের। এবারের মৌসুমে তারা নিজেদের ছায়া হয়ে থাকলেও তাদের নিয়ে সতর্ক জাভি। বললেন, ‘একটা বিষয় নিশ্চিত। আমাদেরকে তাদের বেশ শক্তপোক্ত আক্রমণভাগের সামনে পড়তে হবে। আমাদেরকে ভালোভাবে রক্ষণকাজটা সামলাতে হবে। ওশিমেন, কেভারাৎশখেইয়া, পলিতানোরা যে কোনো সময় ম্যাচের মোড় বদলে দিতে পারে।’