চোটে কিউই সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নেই ওয়ার্নার
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। কুচকির চোটের ফলে ক্যারিয়ারের শেষ দ্বি-পাক্ষিক সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হচ্ছে না তার।
ক্রিকেটের বড় দুই ফরম্যাট টেস্ট এবং ওয়ানডেকে বিদায় জানিয়েছিলেন আরও আগেই। স্বল্প পরিসরের ক্রিকেটটি তার বেশি পছন্দের ও সেটিই চালিয়ে যাচ্ছিলেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে এই ফরম্যাট থেকেও বিদায় নিয়ে নিবেন বলে জানিয়েছেন তিনি। তাই তো কিউইদের বিপক্ষে এই সিরিজটি খেলে শেষ করার আগ্রহ ছিল ওয়ার্নারের।
সিরিজের দ্বিতীয় ম্যাচেও একাদশে ছিলেন না ৩৭ বছর বয়সী এই অজি ব্যাটার। চোট থেকে সেরে উঠতে বেশিদিন লাগবে না বলে জানিয়েছে ম্যানেজমেন্ট। সবকিছু ঠিক থাকলে ও নতুন কোনো চোটের দেখা না পাওয়া গেলে আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের থাকবেন ওয়ার্নার।