দুই দিনে ভারতের দরকার মাত্র ১৫২ রান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের তোপের মুখে পড়তে হলো ইংলিশ ব্যাটারদের। দশটি উইকেটই তুলে নিয়েছেন ভারতের স্পিনাররা। অশ্বিন শিকার করেছেন পাঁচ উইকেট।

প্রথম ইনিংসে শুরুর ধ্বস সামলে ৩৫৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল সফরকারীরা। বোলিংটাও তারা করেছিল দাপটের সঙ্গেই, ফলে ৩০৭ রানেই থামতে হয় স্বাগতিক ভারতকে।

বিজ্ঞাপন

৪৬ রানের লিডে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করলেও ভারতীয় বোলারদের স্পিন নৈপুণ্যে মাত্র ১৪৫ রানেই সাজঘরে ফেরেন একে একে সকল ব্যাটার। এতে রাঁচি টেস্ট জিততে ভারতের দরকার মাত্র ১৯২ রান।

তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাট হাতে নামেন ভারতের দুই ওপেনার, অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তাদের সাবলীল ব্যাটিংয়ে ৮ ওভার শেষে ৪০ রান সংগ্রহ করেছে ভারত। ম্যাচের বাকি আছে আরও দুই দিন। যেখানে ভারতের দরকার আর মাত্র ১৫২ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫৩ (১০৪.৫ ওভার); ( জো রুট ১২২*, রবিনস্ন ৫৮; জাদেজা ৪/৬৭, আকাশ ৩/৮৩)।

ভারত ১ম ইনিংস: ৩০৭ (১০৩.২ ওভার); ( জুরেল ৯০, জয়সওয়াল ৭৩; শোয়েব বশির ৫/১১৯, হার্টলি ৩/৬৮)

ইংল্যান্ড ২য় ইনিংস: ১৪৫ (৫৩.৫ ওভার); (ক্রলি ৬০, বেয়ারস্টো ৩০; অশ্বিন ৫/৫১, কুলদীপ ৪/২২)

ভারত ২য় ইনিংসঃ ৪০/০ (৮ ওভার); (রোহিত ২৪*, যশস্বী ১৬*)