রাঁচিতে সিরিজ জেতার ৭৪ রান দূরে ভারত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঁচির টেস্টের তৃতীয় দিনে অশ্বিন-জাদেজার স্পিন জাদুতে দ্বিতীয় ইনিংসে স্রেফ ১৪৫ রান তুলে ইংল্যান্ড। এতে লিডে থেকে ব্যাটিং শুরু করলেও শেষ পর্যন্ত স্বাগতিক ভারতে সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯২ রানে। এতে তৃতীয় দিনের বাকি অংশে বিনা উইকেটে ৪০ রান তুলে চতুর্থ দিনে এসে সহজ এক জয়ের পথেই এগোচ্ছে ভারত।

শেষ খবর পাওয়া পর্যন্ত চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেটে ১১৮ রান সংগ্রহ করেছে ভারত। জয়ের জন্য বাকি পাঁচ সেশনে কেবল ৭৪ রান দরকার রোহিত শর্মার দলের।

বিজ্ঞাপন

এর আগে প্রথম ইনিংসে শুরুর ধস সামলে জো রুটের অপরাজিত ১২২ ও ওলি রবিনসনের ৫৮ রানের ভরে ৩৫৩ রানের লড়াকু সংগ্রহ পায় বেন স্টোকসের দল। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে শুরুর দিকে ছন্দে খুঁজে ফেরে স্বাগতিক ব্যাটাররা। এতে জয়সওয়ালের ৭৩ রান বাদে টপ অর্ডার ব্যর্থতার পর ধ্রুব জুরেলের সময় উপযোগী ৯০ রানের দারুণ এক ইনিংসের ভরে স্কোরবোর্ডে ৩০৭ রান জমা করে রোহিত শর্মার দল।