ডিআরএস রুমে ক্যামেরা চান ভন!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া রাঁচি টেস্টে জো রুটের লেগ বিফোর আউট নিয়ে বিতর্কের বিষয়ে মন্তব্য করেছেন মাইকেল ভন। এমনকি এরকম বিতর্কিত আউট হওয়ার বিষয়ে স্বচ্ছতা আনতে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) অপারেটরদের রুমে ক্যামেরা লাগানোরও কথা বলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।

রাঁচিতে তৃতীয় দিন শেষে বিশেষ ম্যাচ পডকাস্টে ভন বলেছেন, ‘আমি বলছি না কেউ প্রতারণা করেছে। তবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার একটি উত্তর খোঁজার চেষ্টা করছি। আমরা সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই।‘

বিজ্ঞাপন

তিনি এই বিষয়ে আরও বলেন, ‘আম্পায়ার্স কলের নিয়মটি থেকে আমাদের বের হয়ে যাওয়া উচিৎ। যদি এটি (বল) স্ট্যাম্পে আঘাত করার কথা থাকে, তাহলে ধরেই নেওয়া উচিৎ বলটি স্ট্যাম্পে আঘাত করবে। যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তাতে উভয় দলের বেশিরভাগ সদস্য হতাশ। দেখে মনে হচ্ছে না হক-আইয়ের খুব ভালো প্রয়োগ এই সিরিজে হচ্ছে।‘

মাঠের দুইজন আম্পায়ারের থেকেও মাঠের বাইরে ডিআরএস ক্যামেরার রুমে যেই আম্পায়ার বা ম্যাচ রেফারি থাকেন তাদের গুরুত্ব বেশি বলে মতামত দেন ভন। তারাই যদি এরকম ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে সেটা পুরো ম্যাচ অথবা খেলোয়াড়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন তিনি।

‘কোথায় বল পিচ করছে সে বিষয়ে কোনো আম্পায়ার কল করেন না, খালি চোখে এই বিষয়টি আপনি বুঝবেনও না। যখন প্রজেকশনটি আসে এবং পিচের সাথে যোগাযোগ করে ডিআরএস কম্পিউটার থেকেই প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্তটি দেখানো হয়। এখানে বিতর্কের সুযোগ নেই। তবে সেই রুমেও আইসিসির একটি ক্যামেরা বসানো উচিৎ।‘