রোহিতের অসাধারণ সেঞ্চুরিতেও পারল না ভারত



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
জয়ের নায়ক রিচার্ডসন

জয়ের নায়ক রিচার্ডসন

  • Font increase
  • Font Decrease

সাফল্যের আকাশে উড়ছিল ভারত। দিন কয়েক আগেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাস গড়েছে বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের রেশ থাকতেই শুরু করেছে ওয়ানডে মিশন। কিন্তু একদিনের ক্রিকেটে প্রথম ম্যাচেই হার মানল সফরকারীরা। সিডনিতেই সাফল্যে ফিরল অস্ট্রেলিয়া।

শনিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অজিরা জিতল ৩৪ রানে। ম্যাচে অসাধারণ এক শতরান করেও দলকে জয় এনে দিতে পারলেন না রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার ২৮৮ রানের জবাবে নেমে ২৫৪ রানে আটকে যায় ভারত। ৩৪ রানের জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল স্বাগতিকরা। আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার ম্যাচ জয়ের মাইলফলকে পা রাখল অজিরা।

অবশ্য ম্যাচে যে প্রাণ থাকবে তা আঁচ করা যায়নি। ৪ ওভারে ৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ভারত। এরপর রোহিত শর্মার হাত ধরে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। সহ-অধিনায়ক অসাধারণ খেলে জমিয়ে তুলেছিলেন লড়াই। সঙ্গে মহেন্দ্র সিং ধোনি অবশ্য মাটি কামড়ে খেলে গেছেন। নিজের প্রথম রানটি নিয়ে ভারতের হয়ে ১০ হাজার রানের মাইলফলকে পা রাখেন তিনি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/12/1547294815881.jpg

তবে এই ম্যাচে সেই চেনা ধোনিকে ঠিক খুঁজে পাওয়া গেল না। দ্রুত রান তোলার চেয়ে বরং উইকেট আঁকড়ে থাকতেই দেখা গেছে তাকে। শেষ অব্দি ৯৬ বলে ৫১ রানের ধীরগতির ইনিংস খেললেন সাবেক অধিনায়ক। সন্দেহ নেই ওয়ানডেতে তার এই টেস্ট মেজাজের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠবে। তবে স্বস্তির খবর ২০১৭ সালের ডিসেম্বরের পর ওয়ানডেতে আবারো ফিফটি পেলেন মাহি।

ধোনির রান পেতে কষ্ঠ হলেও সাবলীল ছিলেন রোহিত শর্মা। তিনি ১২৯ বলে করেন ১৩৩ রান। চতুর্থ উইকেটে ধোনিকে নিয়ে করেন ১৩৭ রান। অজিদের বিপক্ষে রোহিতের এটি সপ্তম সেঞ্চুরি। আর অস্ট্রেলিয়ার মাঠে চার নম্বর শতক। অস্ট্রেলিয়ার মাঠে তাদেরই বিপক্ষে ওয়ানডেতে এতো বেশি সংখ্যক সেঞ্চুরি আর কারোর নেই।

স্যার ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা কিংবা বিরাট কোহলিও চারটি শতকের দেখা পাননি। অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের বিরুদ্ধে ৩৮ ইনিংসে তিন সেঞ্চুরি করেন স্যার ভিভ। এবার এই ক্যারিবীয়কে ছাড়িয়ে গেলেন রোহিত।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/12/1547294836822.jpg

অস্ট্রেলিয়ার বিপক্ষে সব মিলিয়ে ২৯ ইনিংসে ৭টি সেঞ্চুরি। আর শচীন ৭০ ইনিংস খেলে করেছেন ৯ সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে শনিবার ২২তম সেঞ্চুরি করে ফেললেন রোহিত। স্পর্শ করেন সৌরভ গাঙ্গুলিকে। সৌরভের ২২ সেঞ্চুরি আসে ৩০৮ ম্যাচে। রোহিত পেলেন ১৯৪ ম্যাচে।

রোহিতের এমন শতরানের পথ ধরেও জেতা হয়নি। তিনি যখন বিদায় নেন তখন ভারত ৬৮ রান দূরে। ভুবনেশ্বর কুমার ২৩ বলে ২৯ রান শুধু হারের ব্যবধান কমিয়েছেন। বল হাতে ২৬ রানে ৪ উইকেট নিয়ে জাই রিচার্ডসন ম্যাচসেরা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পিটার হ্যান্ডসকম্ব (৭৩), উসমান খাজা (৫৯), শন মার্শ (৫৪) ও মার্ক স্টোয়েনসের (৪৭*) দাপটে অস্ট্রেলিয়া বড় সংগ্রহ করে। এরপর বল হাতে দাপটে হাসিমুখেই মাঠ ছাড়ে অজিরা। ১৫ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮৮/৫ (কেয়ারি ২৪, ফিঞ্চ ৬, খাওয়াজা ৫৯, মার্শ ৫৪, হ্যান্ডসকম ৭৩, স্টয়নিস ৪৭*, ম্যাক্সওয়েল ১১*; ভুবনেশ্বর ২/৬৬, খলিল ০/৫৫, শামি ০/৪৬, কুলদীপ ২/৫৪, জাদেজা ১/৪৮)

ভারত: ৫০ ওভারে ২৫৪/৯ (রোহিত ১৩৩, ধাওয়ান ০, কোহলি ৩, রায়ডু ০, ধোনি ৫১, কার্তিক ১২, জাদেজা ৮, ভুবনেশ্বর ২৯*, কুলদীপ ৩, শামি ১; বেহরেনডর্ফ ২/৩৯, রিচার্ডসন ৪/২৬, সিডল ১/৪৮, লায়ন ০/৫০, স্টয়নিস ২/৬৬)

ফল: অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী

ম্যাচসেরা: জাই রিচার্ডসন

   

মৌসুম সেরার পুরস্কার জিতলেন ফোডেন-পালমার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার উঠেছে চেলসির কোল পালমারের হাতে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফোডেন। এখন পর্যন্ত ১৭ গোল করার পাশাপাশি ৮ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। চোটে আর অফ ফর্মে যখন সিটির অন্য ফুটবলার ভুগেছেন, তখন বহুবার দলের ত্রাতা হিসেবে হাজির হয়েছেন তিনি।

মৌসুমসেরা খেলোয়াড়ের খেতাব জিততে ফোডেন পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ আর্লিং হালান্ড, আলেক্সান্দার আইসাক, মার্টিন ওডেগার্ড, কোল পালমার, ডেকলান রাইস, ভার্জিল ফন ডাইক ও ওলি ওয়াটকিন্সকে।

অন্যদিকে সেরা উদীয়মানের খেতাব জেতা কোল পালমার গোল এবং অ্যাসিস্টের দিক দিয়ে ফোডেনের চেয়েও এগিয়ে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২ গোল করেছেন, করিয়েছেন আরো ১০ গোল। কিন্তু ফোডেনের দল সিটি যেখানে টানা চতুর্থবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে, সেখানে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে পালমারের দল চেলসি। অনেকটা সে কারণেই হয়ত মৌসুমসেরার পুরস্কার হাত ফসকে গেছে তার, সন্তুষ্ট থাকতে হচ্ছে সেরা উদীয়মানের খেতাব নিয়ে।

;

মেসির মতো যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিবও!



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লিওনেল মেসিকে নিয়ে সাকিব আল হাসানের পাগলামি একটু বেশিই। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে- একবার কোনো এক সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়েছিলো, যদি চাঁদে চান তাহলে কাকে সঙ্গে নিতে চাইবেন? উত্তরে স্ত্রী শিশিরের নাম নেয়া যাবে না, সে শর্ত জুড়ে দেয়া ছিল। সাকিব উত্তর করেছিলেন, লিওনেল মেসি। 

সাকিবের মেসিপ্রীতি নতুন কিছু নয়। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর সাকিবকে ঢাকার রাস্তায় আনন্দে মেতে উঠতেও দেখা গিয়েছিলো। মেসির আর্জেন্টিনার কিংবা বার্সার জার্সি গায়ে দেওয়া ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে অহরহ। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ফুটবলে সবচাইতে পটু হিসেবে খ্যাতি রয়েছে তার।

এবার মেসির পথেই হাঁটছেন সাকিব। না, মেসির মতো ফুটবলার বনে যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তবে দুজনের গন্তব্য কিছু সময়ের জন্য এক হয়ে যাচ্ছে। একজন আমেরিকায় পাড়ি জমিয়েছেন, আরেকজন আমেরিকায় আছেন বিশ্বকাপ উপলক্ষ্যে। তবে যে জায়গায় মিল সেটা ক্লাব।

দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিব আল হাসান এবার খেলবেন, আমেরিকার মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় মৌসুমের জন্য শাহরুখ খানের দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হয়ে প্রথমবার আইপিএল খেলেন সাকিব। ২০১২ এবং ২০১৪ তে ভূমিকা রেখেছিলেন আইপিএল জয়ে। ২০১৭ পর্যন্ত ছিলেন কেকেআরে। ২০২১-এও দলকে নিয়েছিলেন ফাইনালে। সবশেষ ২০২৩ সালেও তাকে কিনেছিলো কেকেআর। যদিও পরে নাম প্রত্যাহার করেন৷

;

ইমপ্যাক্ট খেলোয়াড় ইস্যুতে বিস্ফোরক কোহলি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির পক্ষে-বিপক্ষে কথা চালাচালি হচ্ছে বেশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির পক্ষে সাফাই গেয়েছেন। তবে বিপরীত মেরুতে অবস্থান করছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। এবার রোহিতের সুরে সুর মেলালেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিও।

ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির কারণে ‘খেলার ভারসাম্য নষ্ট হচ্ছে’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক কোহলি। ইমপ্যাক্ট খেলোয়াড় ইস্যুতে নিজের অবস্থান ব্যক্ত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা এই ক্রিকেটার জিও সিনেমার সঙ্গে আলাপে বলেন, ‘বিনোদন খেলার একটা অংশ, তবে খেলায় এখন কোনো ভারসাম্য নেই। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম খেলার ভারসাম্য নষ্ট করছে। শুধু আমি-ই নই, অনেকেই এমনটা মনে করছে।’

গত মাসে এক পডকাস্টে ইমপ্যাক্ট খেলোয়াড় নীতি নিয়ে চাঁছাছোলা মন্তব্য করেন রোহিতও, ‘আমি এটার সমর্থক নই। অলরাউন্ডার ক্ষতি করছে এই নিয়ম। ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়।’

কোহলি আশা করছেন, শিগগিরই আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম বাতিল করবে বিসিসিআই। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নীতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন জয় শাহ। এতে আশার আলো দেখছেন কোহলি, ‘জয় (শাহ) ভাই বলেছেন যে, তারা এটা পর্যালোচনা করছে। আমি নিশ্চিত পর্যালোচনার পর তারা এমন সিদ্ধান্ত নেবেন, যার মাধ্যমে খেলায় ভারসাম্য ফিরে আসবে।’

;

কোহলি-ধোনিদের বাঁচামরার ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাঁচামরার ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফের চার দলের মধ্যে তিন দল নিশ্চিত হয়ে গেছে। এই দুই দলের মধ্যে যেকোনো একটি আজ চতুর্থ দল হিসেবে প্লে-অফে পা রাখবে।

কিন্তু এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেঙ্গালুরুতে। ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা ৬০ ভাগ। চিন্নাস্বামী স্টেডিয়াম যেখানে অবস্থিত, সেই মধ্য বেঙ্গালুরুতে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে তারা।

বৃষ্টিতে যদি ম্যাচ ভেসে যায়, সেক্ষেত্রে কপাল পুড়বে বেঙ্গালুরুর, প্লে-অফে চলে যাবে চেন্নাই। আর যদি বৃষ্টির চোখরাঙানি ডিঙিয়ে খেলা মাঠে গড়ায় সেক্ষেত্রে বেঙ্গালুরুর সামনে সমীকরণ অনেকটা এরকম-আগে ব্যাট করলে ১৮ রানে জিততে হবে আর পরে ব্যাট করলে চেন্নাইয়ের দেয়া লক্ষ্য তাড়া করতে হবে ১১ বল হাতে রেখে। মানে কোহলিদের শুধু জিতলেই চলবে না, জিততে হবে এই দুটি শর্তের যেকোনো একটি পূরণ করে।

অন্যদিকে চেন্নাইয়ের জন্য সমীকরণ তুলনামূলক সহজ। জিতলেই প্লে-অফ, হারলেও থাকবে সুযোগ। বেঙ্গালুরুকে শর্ত পূরণ করতে না দিলেই প্লে-অফের টিকিট ধরা দেবে তাদের।

আজ (শনিবার) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাৎপর্যপূর্ণ দক্ষিণ ভারতীয় ডার্বিতে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও চেন্নাই।

;