পাকিস্তানের কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন ওয়াটসন
গত বছর হয়ে যাওয়া ভারত বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোচ ছাড়া চলছে পাকিস্তান ক্রিকেট। বিশ্বকাপ ব্যর্থতার জেরে কোচ ছাঁটাইয়ের পর এখন পর্যন্ত পূর্ণকালীন কোচ নিয়োগ দেয়নি দলটি। সেটিকে মাথায় রেখেই এখন কোচ খুঁজছে বাবর-রিজওয়ানদের পাকিস্তান। সেখানে গেল কয়েকদিন আগে জানা যায়, দলটির প্রধান হিসেবে অজি কিংবদন্তি শেন ওয়াটসনকে প্রথম প্রছন্দে রেখেছে। এমনকি জানা গিয়েছিল, ওয়াটসন বার্ষিক ২০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকা বেতন দিবে দেশটির ক্রিকেট বোর্ড, পিসিবি।
তবে দিন পাঁচেক পর এবার জানা গেল ওয়াটসন নিজেই এখন আগ্রহী নন পাকিস্তানের প্রধান কোচ হতে। ক্রিকেট বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদন অনুযায়ী, নিজের বর্তমান কোচিং দায়িত্ব ও ধারাভাষ্যেই মনোনিবেশ করতে চান ওয়াটসন। সাবেক এই অজি তারকা বর্তমানে পিএসএলের কোয়েটা গ্লাডিয়েটর্সের কোচের দায়িত্বে আছেন।
এদিকে আসন্ন আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে চুক্তিবদ্ধ আছেন ওয়াটসন। এছাড়াও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচের দায়িত্বেও আছেন তিনি। সঙ্গে পরিবার বাস করে সিডনিতে। এতে সব মিলিয়ে এসব দায়িত্বে ব্যস্ত থাকাতেই নতুন কোনো দায়িত্বে আস্তে অনাগ্রহ প্রকাশ করেন ওয়াটসন।
ক্রিকইনফোর সেই প্রতিবেদনে আরও জানা যায়, ওয়াটসনকে বার্ষিক ২২ কোটি টাকা বেতনের খবরটি সত্য নয়। অঙ্কটা আসলে অর্ধেকের কাছাকাছি। তবে বেতনের এই কম-বেশি ওয়াটসনের কোচ হতে না চাওয়ার পেছেন কোনো ভূমিকা রাখেনি বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।