লিটনকে কিছুদিন ব্রেক দেওয়া যেত, মনে করেন পাপন



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্টে দল যখন ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে। তখন ব্যাট করতে উইকেটে আসেন দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। তার ওপর দলের অনেক আস্থা থাকলেও প্রথম বলেই ডাউন দ্য উইকেটে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে সাজঘরের পথ ধরেন। দলকে রেখে যান মহা বিপদে। তার এমন আউটের পর দেশজুড়েই চলছে সমালোচনা। যা নিয়ে মিরপুরে আজ সংবাদ মাধ্যমেও লিটনের ওপর ক্ষোভ ঝেড়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপান।

লিটনের আউট হওয়ার ধরণ নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘বিশ্বকাপ থেকেই ওকে দেখছি। মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং। এজন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি। চিন্তা করে দেখেন ওর মতো একজন ওপেনার এত বছর ধরে যাকে আমরা খেলিয়েছে যার ওপর আমরা ডিপেন্ড করেছি। সে পারফর্ম করেছে এমন তো না সে খেলা পারে না। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে তাই তাকে ওয়ানডে থেকে বাদও দিয়েছি এর থেকে বড় সিগন্যাল কিছু তো হতে পারে না।’

লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর ওয়ানডে থেকে বাদ পড়েন লিটন। এরপর ডিপিএলে মাঠে ফিরলেও সেখানেও ছিলেন ব্যর্থ। এই অবস্থায় লিটনকে কিছুটা বিশ্রাম দেওয়া যেত কিনা এমন প্রশ্নও ছিল পাপনের কাছে। উত্তরে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচটাতে না খেলালেই ভালো হতো আমাকে যদি জিজ্ঞেস করেন। তখন আপনারা বলতেন টেস্টে তার এমন রেকর্ড এই সেই কেন তাকে বাদ দিলো। আমার ধারণা এই সময়ে তাকে একটা ব্রেক দিলে ভালোভাবে ফিরে আসতে পারত। আরেকটু কিছুদিন যদি ব্রেক দেওয়া যেত।’

লঙ্কানদের দুই ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের দুই ইনিংসে করা রানের সমান রানও করতে পারেনি বাংলাদেশ। ৫১১ রানের টার্গেটে ম্যাচ হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। আর এখানটাতেই সমস্যা দেখেন পাপন, ‘সমস্যা হচ্ছে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে, তাদের এই মাইন্ডসেট, এটিটিউড, শট সিলেকশন এটা জঘন্য বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা।’

বাজেভাবে ম্যাচ হারলেও দলের অবস্থা অতটাও খারাপ নয় বলেও মনে করেন পাপন, ‘সবার কাছে যেমন লেগেছে আমার কাছেও তেমন লেগেছে ভালো লাগার কোনো কারণ নেই। আসলে এখানটায় কয়েকটা ব্যাপার আছে আমার মতামতটা বলতে পারি। প্রথম কথাটা হচ্ছে আমি এখানে হারা জেতা নিয়ে চিন্তিত না। হঠাৎ করে অন্যান্য দেশের অভিজ্ঞ খেলোয়াড়রা যখন চলে যায় নতুন একটা দল আসে তারা ৪-৫ বছর স্ট্রাগল করেই। সেদিক থেকে বলব আমাদের দলে ওরকম খারাপ অবস্থা হয়নি।’

এই প্রথম লঙ্কানদের বিপক্ষে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ও সাকিবকে ছাড়ায় খেলেছে বাংলাদেশ। আর সেই টেস্টে এমন ভরাডুবি। যা নিয়ে পাপন বলেন, ‘একটা হচ্ছে তামিম সাকিব মুশফিক রিয়াদের মতো খেলোয়াড়রা নেই। ওরা এই প্রথম এরকম একটা খেলা খেলতে যাচ্ছে যেখানে কেউ নেই। দ্বিতীয়ত উইকেট আমরা টোটালি অন্য ধরণের এক উইকেটে খেলছি। এটাতে করে যারা খেলছে তাদের জন্য নতুন অভিজ্ঞতা।’

   

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন অ্যান্ডারসন



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০০৯ সালে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন, ২০১৫ সালের পর আর ওয়ানডেও খেলা হয়নি তার। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দিচ্ছেন ইংল্যান্ড কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। আগামী জুলাইতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

আজ (শনিবার) এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়ে অ্যান্ডারসন জানান, ‘লর্ডসে (ইংলিশ ক্রিকেট) গ্রীষ্মের প্রথম ম্যাচটাই হবে আমার শেষ টেস্ট। ২০ বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করা এবং শৈশবের প্রিয় খেলা খেলতে পারার অনুভূতি অসাধারণ।’

তরুণদের জন্য জায়গা ছেড়ে দেয়ার কথা জানিয়ে সাদা পোশাকে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসন যোগ করেন, ‘আমি যেভাবে একসময় নিজের স্বপ্নকে সত্যি করার সুযোগ পেয়েছিলাম, এখন অন্যদের সে সুযোগ করে দিতে আমার সরে যাওয়ার এটাই সঠিক সময়।’

এখন পর্যন্ত ১৮৭ টেস্টে মাঠে নেমে ৭০০ উইকেট শিকার করছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেট ইতিহাসে তার চেয়ে বেশি উইকেট ঝুলিতে পুরেছেন কেবল দুইজন- শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট) ও অস্ট্রেলিয়া প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন (৭০৮)।

ক্রিকেট ছাড়ার পর কী করে সময় কাটবে, বিদায়ী বিবৃতিতে সেটাও বলেছেন ৪২ বছর বয়সী অ্যান্ডারসন, ‘নতুন সব চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আরও বেশি বেশি গলফ খেলব।’

;

তিন ম্যাচ হাতে রেখেই বসুন্ধরার শিরোপা উৎসব



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরের মাঠে মোহামেডানের কাছে হেরেছিল বসুন্ধরা কিংস। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে সেটাই বসুন্ধরার একমাত্র হার। মোহামেডানের মাঠে সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জয়ের উৎসব করল তারা। ১-২ গোলের হারে লিগের ১৫তম ম্যাচে এসে থামল মোহামেডানের অপরাজেয় যাত্রা।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বসুন্ধরা। প্রথম বাঁশি থেকে দাপটের পুরস্কার ১৮ মিনিটে পেয়ে যায় তারা। মোহামেডানের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে খুব সহজেই নিজেদের মধ্যে পাস আদান-প্রদান করেন মোরসালিন ও রবসন। বক্সের ভেতর রবসনের পাস ধরে ডান পায়ের সহজ ফিনিশে বসুন্ধরাকে ম্যাচে প্রথম এগিয়ে দেন দরিয়েলতন।

বিরতির আগে গোলের আরও সুযোগ এলেও ব্যবধান বাড়াতে পারেনি বসুন্ধরা। সমতায় ফেরার সুযোগ লুফে নিতে পারেনি মোহামেডানও।

তবে বিরতির পর আর হেলায় সুযোগ হারায়নি বসুন্ধরা। ৫২ মিনিটে মোরসালিনের দারুণ এক কর্নার থেকে জোরালো হেডের মাধ্যমে বসুন্ধরার লিড দ্বিগুণ করেন সেই দরিয়েলতন। এই মৌসুমে প্রত্যাবর্তনের গল্প লিখে বেশকিছু ম্যাচ জিতলেও বসুন্ধরাকে দুই গোল দিয়ে কামব্যাক করা চাট্টিখানি কথা নয়।

৬৬ মিনিটে দুই সতীর্থে ওয়ান-টু পাস খেলে দারুণ প্লেসিং শটে মোহামেডানের মিনহাজ রাকিব ব্যবধান কমিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ু নিয়ন্ত্রণে রেখে স্কোরলাইন ২-১ এই আটকে রাখে বসুন্ধরা। নির্ধারিত এবং যোগ করা সময় বেশ কয়েকটি দুর্দান্ত সেভে বসুন্ধরার জয়ে বড় অবদান রাখেন দলটির গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।

২০১৮-১৯ মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে টানা পঞ্চমবার লিগ শিরোপা জিতে আবাহনীর সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে তারা। ছয় শিরোপা জিতে সর্বোচ্চ লিগ জয়ের রেকর্ড এখনো আবাহনীর দখলে।

;

মন্থর ওভাররেটের কারণে নিষিদ্ধ পান্ত



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মন্থর ওভাররেটের সমস্যা কাটাতেই পারছেন না দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশাভ পান্ত। এর আগে কয়েকবার মোটা অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হয়েছিল তাকে। এবার মন্থর ওভাররেটের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে তাকে।

গত ৭ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে মন্থর ওভাররেটের কারণে পান্তকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ৩০ লাখ রুপি জরিমানাও পরিশোধ করতে হবে তাকে।

আইপিএল শাস্তির বিষয়টি জানিয়ে দেয়া বিবৃতিতে বলেছে, যেহেতু এর আগেও দুইবার মন্থর ওভাররেটের কারণে শাস্তি পেতে হয়েছে তাকে, তাই বাইলজ অনুযায়ী এবার নিষেধাজ্ঞার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

এছাড়া দিল্লির ইমপ্যাক্ট খেলোয়াড়সহ দিল্লির একাদশে থাকা সব খেলোয়াড়কেও ১২ লাখ রুপি বা তাদের ম্যাচ ফি’র অর্ধেক জরিমানা করা হয়েছে।

দিল্লির পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। প্লে-অফের দৌড়ে থাকা দুই দলের ম্যাচে অধিনায়ক পান্তকে নিশ্চিতভাবেই অনেক মিস করবে দিল্লি।

;

আজই শিরোপা নিশ্চিত হবে কিংসের?



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টানা পঞ্চম লিগ শিরোপার দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস। আজ (শনিবার) মোহামেডানকে হারিয়ে দিলেই লিগ জয়ের উৎসব করবে তারা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের দুই জায়ান্ট মাঠে নামবে বিকেল ৪টায়।

বসুন্ধরা এবং মোহামেডান দুই দলই এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছে। শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট যেখানে ৩৭, মোহামেডান দ্বিতীয় স্থানে থাকলেও তাদের পয়েন্ট ২৮। আজকের আরও তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দুই দল। তবে আজ যদি বসুন্ধরার কাছে হেরে যায়, তাহলে পরের তিন ম্যাচ জিতলেও আর বর্তমান চ্যাম্পিয়নদের ছোঁয়া হবে সাদাকালোদের। তাই টেবিলের শীর্ষ দুই দলের এই ম্যাচটি হয়ে শিরোপা-নির্ধারণী হয়ে উঠেছে।

আলফাজ আহমেদের অধীনে ঘরোয়া ফুটবলে পায়ের তলায় মাটি খুঁজে পাওয়া মোহামেডানকে হারিয়েই শিরোপা উৎসব করতে চায় বসুন্ধরা। তাই তো দলটির স্কোয়াডে থাকা ৩১ ফুটবলারের সবাইকে নিয়ে ময়মনসিংহে গিয়েছে তারা। সাধারণত ঢাকার বাইরের ম্যাচগুলোর ম্যাচডে স্কোয়াডের বাইরে আর দুই-চারজন খেলোয়াড় অতিরিক্ত নিয়ে যাওয়া হয়। তবে দলের সব খেলোয়াড় এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে বসুন্ধরা পৌঁছেছে ময়মনসিংহে। কেউ যাতে শিরোপা উৎসব মিস না করেন, সেজন্যই এত বড় বহর নিয়ে ময়মনসিংহে যাওয়া বলে ধারণা করা হচ্ছে।

আলফাজের অধীনে বসুন্ধরার বিপক্ষে সমান দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। আজ চারবারের চ্যাম্পিয়নদের ঠেকিয়ে রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ থাকছে মোহামেডানের সামনে। অন্যদিকে, বসুন্ধরার সামনে সুবর্ণ সুযোগ, নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ধসিয়ে দিয়ে শিরোপা উৎসব করার।

;